নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

তুমি মানুষ হও,ফাইজা!

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৩

রক্তের উষ্ণতায় অমানুষ হয় কামুক পুরুষ!
ব্যাথার তীব্রতায় যেখানে সেখানে শোয় এলোকেশী,
রক্তপিন্ডে জমে যায় প্রাণ: আট কিংবা নয়মাসে!

এখানে ভালোবাসা নেই,তাই দাম নেই রক্ত কিংবা প্রাণের!
কুকুর খেয়ে নেয় মানবিকতা!
তবু,পৃথিবীকে বুঝাতে ফাইজারা লড়াই করে কচি হাতে:" আমিও মানুষ' আমারও আছে বাঁচার অধিকার!"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫

নবাব চৌধুরী বলেছেন: সেও নিষ্পাপ,বেঁচে থাকুক সে পৃথিবীর বুকে সুখী হালে।ধন্যবাদ,ভালো থাকবেন।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,ভাই।ধন্যবাদ আপনাকেও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.