নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

সৎকারের অপেক্ষায় একটি দেহ!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

গন্ধ,গন্ধ আর গন্ধ চারদিকে,
পঁচে যাওয়া দেহটা মস্তকহীন
শকুনেরা খাচ্ছে কলিজা ছিঁড়ে- খুঁড়ে,
বাধাহীন।
কেউ নাক ঢেকে,কেউ চোখ বুজে
যাচ্ছে সয়ে,
কে জানে? কত স্বপ্ন এ দেহের সাথে
যাচ্ছে ক্ষয়ে!
বয়সটা বড়জোর- চল্লিশ
কি চুয়াল্লিশ,
এটাইতো বয়েস,বিশ্বকে বুঝাবার:
"আমায় কর কুর্নিশ"
সফেদ জামায় দাগ ছিল না,
হয়তো কিছুদিন আগেও
শত্রুকে সে বুকে টেনেছে,
ছুড়ে ফেলেনি রাগেও!
জন্ম হতে স্বপ্ন হয়তো,
আকাশ ছোঁবে একদিন..
ভাবনা মাঝে হয় ছিল না
সময় হবে সঙ্গীন!
আপনরা কেউ নিচ্ছে না খোঁজ
দিচ্ছে না সৎকার,
তবে কি তার আপন কেউ নেই!?
করতে হাহাকার!??
একটি দেহ দিন- দুপুরে
লক্ষচোখের সামনে পরে
হচ্ছে ক্ষয়ে শেষ,
অনেক খোঁজা- খুঁজি করে
জানা গেল সে অনেক পরে
অভিভাবক-হীন দেহটির
নামটি ' বাংলাদেশ'!
- শাহেদ শাহরিয়ার

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভাল ছন্দ মিলানো লেখা ।

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.