নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ভয়

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫১

আমি কিছু বলতে- লিখতে
আজ ভয় পাই,
যদি সাতান্নের- দুইয়ে ধরা খাই!
যদি বলি,দেশে নাই
গনতন্ত্র
তবে,হামলে পরবে
রাষ্ট্র যন্ত্র!
যদি বলি,এত খুন
এত রাহাজানি
সরকার,প্রশাসন
করে কি বাহিনী!?




যদি বলি দুর্নীতি
পজিটিভ ভারী,
দুদক হাসিয়া কবে:
' কর মসকারী?'

যদি বলি মিডিয়ায়
চামচায় ভরা,
মিথ্যার জয় জয়
সত্যের খরা!

যদি বলি,বুদ্ধিজীবী
টাকলা সবাই,
কবেঃ' যার নুন খাই,তার গুন গাই'!

যদি বলি,মেধাবীর
নেই কোন দাম
সার্টিফিকেট ছেঁড়া কাগজ
দুটোই সমান!

যদি বলি,টাকা আর কোটা খায়
মেধা
কবেঃ
'তুই ব্যাটা জামাত নয় শিবিরের পেয়াদা'!

ভাবছি তাই,
কলমটা ছুঁড়ে দেব
মুখে দেব তালা,
স্রোতে দেব গা ভাসিয়ে
ধুয়ে নেব জালা!




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

নাবিক সিনবাদ বলেছেন: হুম কথগুলা সত্য

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.