নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

সমঝোতা এক্সপ্রেস

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:০৮


ভাবনার সীমারেখার কোন প্রান্ত নেই..
তুমি ভাবতেই পার,তোমার মত করে!
আর আমি আমার মত।
আমার বৃষ্টি ভাল লাগে না,
তাই বলে ভেব না আমি তোমার হাত ধরে ভিজবো না!
আমি বলব না,তুমি ঘন কুঁয়াশায় আমার পায়ের সাথে পা মিলাও,
আমি একাও হাটতে পারব!শুধু পথটা দীর্ঘ হবে.. এ আর কী!!

রাতের জোছনা আমার ভাল লাগে বলে তোমার চোখকে আমি কষ্ট দিতে চাই না,
তুমি ঘুমিয়েই জোছনা দেখো!
তোমার মেরুন ভাল লাগে আমার কালো,
কত্তবার ভেবেছি বলব' নীল শাড়িটার সাথে কালো টিপটা একটু পরবে!?'
আমি চেপে দিচ্ছি ভাববে ভেবেই বলিনি!
তুমি নীলের সাথে নীলই পরলে!
সবি তোমার সাথে যায়.. আর আমার সাথেও তোমার নীল!
ভাবনার সীমারেখার কোন প্রান্ত নেই,
তোমার আর আমার ভাবনা সমান্তরাল,রেল লাইনের মত!
সবি এক সাথেই হয়,শুধু একি হয় না!
একসাথে চলাটাও বা কম কিসে!?!পাশেইতো থাকছি,
তাই হয়তো থেমে নেই,আমাদের ' সমঝোতা এক্সপ্রেস'!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে আবেশগুলো ।

২| ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:১০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,কথাকথিকেথিকথন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.