| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহেদ শাহরিয়ার জয়
আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।
প্রাণ খুলে হাসতে ভুলে গেছি,
আমার হাসি তোর ঠোঁটে!
বেসুর গলায় গান দিয়েছি ছেড়ে,
সুরের গোলাপ তোর কণ্ঠেই ফোটে!
হৃদয়খানি ইজারা দেয়া,
ভাঙ্গা-গড়া তোর হাতে:
বলিস যদি থাকব দূরে,
ডাকিস যদি -সাথে!
নাটাই তোরে হাতেই দিলাম,
হলাম আমি ঘুড়ি:
যতই ছাড়িস দূর আকাশে,
তোর আকাশেই উড়ি!
ভিষন রকম সাধযে আমার,
এ বেলা থাকি তোর সাথে:
তোরই হাতে সব সফে দিই,
বাকি জনমটা তোর হাতে!
থাকবি কিরে আমার সাথে,
না ফিরাবি আঁখি?!
তোরই সাথে অধরা সময়,
হৃদয়ে খানিক রাখি!
৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২৬
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,স্বপন ভাই,ভালোলাগা দেবার জন্য।ভালোবাসা আপনার জন্যও।
২|
৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল লাগল অনেক।
৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২৭
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ,মোস্তফা সোহেল ভাই।
৩|
৩১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
৩১ শে মে, ২০১৭ সকাল ১১:২৮
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,কাজী ফাতেমা ছবি আাপু,শুভকামনা রইল ।
৪|
৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৫১
ওমেরা বলেছেন: এবেলা একজনকে দিলেন ওবেলা কি আরেক জনের জন্য রাখলেন ?
কবিতা হিসাবে ভাল তবে এত নতজানু মানুষ আমার ভাল লাগে না ।
ধন্যবাদ ।
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা..নতজানু!?নতজানু ঠিক না,একটু কোমল হওয়া।
ওটা যে কোন একজনকে হতেই হয়,নাহয় সম্পর্ক টিকেনা।আর হ্যাঁ,ও বেলাও তার জন্যই বরাদ্দ,যদি সে থাকতে রাজি হয়।
ধন্যবাদ ওমেরা আপু।
৫|
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫
নাদিম আহসান তুহিন বলেছেন: ছবিটা ভালো লেগেছে। আমি কি ব্যবহার করতে পারি এটা??? যফি অনুমতি দেন তাহলে প্লিজ [email protected] এ মেইল করে দিবেন। ধন্যবাদ
৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩২
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অবশ্যই পারেন,একটা ছবিইতো।তবে ভাইয়া ডাউনলোড করে নিতে হবে,ইমেইল করতে পারছিনা বলে দুঃখিত।ধন্যবাদ।
৬|
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮
তাছনীম বিন আহসান বলেছেন: ভালোলাগা রেখে গেলাম কবি
৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আপনার জন্যই রইল অফুরান ভালোলাগা ভাই।ধন্যবাদ।
৭|
৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাধ পূরণ হোক প্রত্যাশা।
ভালো লাগলো কবিতা। ++++
৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৫
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ,সাধ জিনিষটা এমনই ভাই...মনে লেপ্টে থাকে:পূরণ না হলে মন খচখচ করে,বুকে অকারণ অব্যাথা হয়।
ধন্যবাদ শুভকামনা আপনার জন্যও।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৭ সকাল ৯:১৯
মনিরুজ্জামান স্বপন বলেছেন: ভাল লেগেছে কবিতা +++