নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

"সে, অন্য অথবা আমি"

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

আমি তোমার কে?



তোমার জোছনা দেখার সঙ্গী ছিল,
বৃষ্টি ভেজায়ও সঙ্গ দিল,
আমার চেয়ে হয়তো আপন 'সে'!

হুড ফেলানো রিকশাটাতে তোমার পাশে
কেউ তো ছিল,
মিস করেছো আমায় কিগো,
হাতটি যখন ছুঁয়ে দিল?!

থিয়েটারেও তোমার পাশে থাকতে
আমি পারিনিতো,
অন্যকেউতো পাশেই ছিল,
রাগ করে হল ছাড়নিতো!

বার্গউইচে' ফুচকা হাতে,
শত ছবি অনলাইনেতে,
কোথাও আমি নেই
তবু, মনের কোণে পুষি আশা,
তোমার টক-মিষ্টি ভালোবাসা,
সেটা যেন আমিই পায়-
ভাবনা শুধু 'এই'!

কিন্তু দেখো: সন্ধ্যাবেলা,
আমায় নিয়ে তোমার খেলা,
জুয়ার মঞ্চেই উঠলো 'ভালোবাসা'

তোমার হৃদয় অনেক দামী,
কিনতে সেটা পারিনি আমি,
তুমি হলে 'জুয়াই জয়ী'
আমার ঘুচলো আশা!



মনরে এখন প্রশ্ন ছুড়ি:
আমি ছিলাম কে?"
কোথাও তোমার আমি কি ছিলাম?!
ছিল, অন্য 'সে'!!


শাহেদ শাহরিয়ার জয়,
ছবি-সংগৃহীত।



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২

বিজন রয় বলেছেন: কবিতাটির নাম "সে, অন্য অথবা আমি" হলে ভাল হতো বলে আমি মনে করি।

প্রিয়া যদি ইচ্ছা করে অন্য কারো সঙ্গ নেয় তাহেলে প্রিয়কে মিস করবে না।
তা হৃদয়ে পোষে অন্য রাতের ডাক।

ছন্দ আছে কবিতাটিতে।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য। হুমম ভাই,আমি কবিতার নাম সিলেকশনের ক্ষেত্রে কিছুটা সংশয়ে ভুগি।আপনার দেয়া নামটি যতার্থ।আমার লিখায় এই নামটিই ব্যবহার করবো অবশ্য,আপনার আপত্তি না থাকে।আর হ্যাঁ,প্রিয়ারা এখন বহুরূপী।সবসময় বিকল্প রেখেই কাজ করে।ধন্যবাদ ভাই।

২| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: আরে কি বলেন!!

আপনার পছন্দ হলে অবশ্যই ওই নামটি নিতে পারেন। আমার তো মনে হলো আমিই হয়তো আপনাকে বেশি বলেছি।
আর ওই নামে তো আমি কিছু লিখিনি যে আমার অনুমতি নিতে হবে।

ওই নামে যদি আমি কিছু লিখতাম তবুও আমি আপনাকে নিতে বলতাম।

আপনার কবিতার অংশ হতে পারলে আমার খুব ভাল লাগবে।
সবসময়ের শুভকামনা।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আপনার উদারতায় আমি মুগ্ধ ভাই । অনেক ধন্যবাদ,ভাল থাকবেন সবসময়।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: যেহেতু আমি এই কিঅিনেক ধন্যবাদ জয়।

যেহেতু আমি আপনার এই কবিতার একটও হলেও অংশ, তাই এটা সবসময় আমার প্রিয়তে থাকবে।

আপনার আন্তরিকতা ও প্রদেয় সন্মানে আমি অভিভুত।
আপনার মঙ্গল কামনা করি।

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সকল ভাল কিছু সানন্দে চিত্তে গ্রহণ করতে না পারলে লেখা-লিখিটাই বৃথা বলে মানি।সকলের মনে এই উদারতা টুকু থেকে যাক,যাতে মানুষ মানুষকে আরো কিছুটা দিন বিশ্বাস করতে পারে।আপনার প্রতি শুভ কামনা রইল বিজন রয় ভাই।

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর হয়েছে

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ 'এই মেঘ এই রোদ্দুর' ভাই। ভাল থাকবেন সবসময়।

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাই না বইন

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সরি বইন....হাহাহা।

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আমার ব্লগে আইসেন যে

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অবশ্যই বইন। দেখা হবে । ততক্ষণ ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.