নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

***কবি***

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২১

কেউ ঘৃণা করে
কেউ ভালোবাসে,
কেউ দূরে যায়,
কেউ কাছে আসে
এমোনই জীবন তাঁর!



সে কারো মুখে হাসি
কারো চোখে জল,
কারো মনে সুখ
কারো বুকে অনল
এমনই সে উপহার।

কারো কাছে দেবতা সে
কারো কাছে মুসাফির,
কেউ বলে নাস্তিক'
কেউ বা বানায় পীর'
এমোনই সে রঙ্গীন ছবি,

কেউ মনে রাখে,
কেউ ভুলে যায়
নিজেকে শূণ্য রেখে
সব রেখে যায়,
আর কেউ নয় সে: কবি'!!



(বিঃদ্রঃ আমার চোখে কবিরা যেমন)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: শাহেদ শাহরিয়ার জয় ,




চমৎকার একটি কবিতা কবিকে নিয়ে ।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.