নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

রঙ বদল

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

ঊষার মিষ্টি আলোয় কেউকি কখনো মধ্যহ্নের উষ্ণতা অনুভব করতে পারে?
তুমি যখন এসেছিলে:
তখন প্রকৃতি সবুজ ছিল,কৃষ্ণচুড়ায় আগুন রঙ ছিল,
তোমার ঠোঁটের কোণ এক চিলতে হাসি ছিল,
হাতের কাকনের রুমঝুম ,পায়ে নূপুরের নিক্কন ছিল...
এত্ত সুর-মাধুর্যের মাঝে,কেউকি নিষ্ঠুর কিছু ভাবতে পারে?!

প্রকৃতিকে ভালোবাসতে বারণ নেই,
কৃষ্ণচূড়ার রঙ মনে মাখতে কারণ লাগে না,
কিছু কিছু হাসি 'প‌্যানাসিয়া' হৃদয়ের জন্য,
তোমার হাতের কাকন কিংবা নুপুরের নিক্কন ধ্বনি আমার সবুজ মনে
কি যে এক সুর তুলেছিল;
কোন সুরই নেই তোমাকে বুঝাবার!

আমি বিমোহিত ছিলাম:
কোন এক মন্ত্রণায়!
তুমি যা-ই বলতে,আমার আজ্ঞাবহ হৃদয় নত হতো তাতে!
তুমি যা-ই চাইতে,মন কখনোই দাঁড়াতো না তার বিপরীতে,

বেশি ভালো,কখনোই ভালো নয়;
কিছু মানুষ এমনি তো বলে,
ভালোবাসাটা তাই রঙ ছেড়েছে অকালে,
তোমার ঊষামাখা মিষ্টি আলোয় ভেজা ভালোবাসা বিসুভিয়াসের লাভা হয়ে গেছে হঠাৎ
তোমার মনের বিবর্ণ মাঠে আর হয়নি ভালোবাসার বেড়ে ওঠা,
বড়ই নির্মাক্ষিক হয়ে গেছে তোমার মন!

আমার চোখেও জল ছাড়া আর ভাসেনি কোন রং,
মরে গেছে সুপ্ত থাকা ভালোবাসার বিশ্বাস!


জানি এমোনও তো হয় ভালোবাসা,
মানুষের মন ও মরে যায়,
তবে ,বিশ্বাসে আসবে কি:
খোলশহীন ও ভালোবাসে কোন কোন হৃদয়?!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

সালমান মাহফুজ বলেছেন: খোলশহীন ও ভালোবাসে কোন কোন হৃদয়?! --- না নেই, এমন কোনো হৃদয় নেই !

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। হুমম,নেই ;এমন কোন হৃদয় আর অবশিষ্ট নেই।
ভাল থাকবেন ভাই।

২| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন লাগল । মুগ্ধতা ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালবাসা অাপনার জন্যও,ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.