নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

নারী

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

কত ভুলের খেলায়,মোহের ভেলায়
তোমার সাথে বই
তোমার তরেই স্বর্গ ছাড়ি,
মর্ত্যে পরে রই!



দিব্যলোকে নয়শো বছর,
অন্দরে নয় মাস,
একই সাথে যায় যুগাযুগ,
হয়না মনের বাস!

তোমায় করি আনারকলি,
তোমায়ই মমতাজ,
সম্রাজ্ঞী হও এ হৃদয়ে,
নিজকেই করি দাস!

দলিল করে দিলাম হৃদয়,
যা আছে সম্পদ;
সুখের লহ্মী ফিরিয়ে দিলাম,
ছেড়ে দিয়ে মসনদ!

তোমায় নিয়ে কবি-ছবি হয়,
দেশে -দেশে রণোদ্যান!
তোমার সৃজন,রূপের গড়ন,
বিধাতার কী দান!

তুমি প্রকৃতির মতই:
কঠিন-কোমল,কখনোবা মনোহরী
তোমায় পড়ে সবাই, বুঝেনি কেউ-ই:
কারণ তুমি যে, ''নারী''!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিব্যলোকে নয়শো বছর,
অন্দরে নয় মাস,
একই সাথে যায় যুগাযুগ,
হয়না মনের বাস!

এ অনন্ত বিরহ! কালান্তরে এ বিরহ আছে বলেই সৃষ্টি চলমান ;)

+++

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম ভাই, এ অনন্ত বিরহ! অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.