নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা জ্বর হয়ে যাও!

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২০

একশ দু' ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা শরীরে,
এটাকে হয়তো জ্বর বলে।
দু'চার পাতা ওষুধের বড়ি খেলেই সারে,
তবু, দেহটা ভান ধরে;
যদি তুমি একবার কপালটা ছুঁয়ে দেখো,
অথবা চিবুকের নিচে!

তুমি অহেতুক উতলা হবে,জলপট্টি খুঁজবে
আর আমি জ্বরকে মিনতী করবো,
যেন আরেকটু সে থাকে!
এমোন উতলা ভালোবাসা সবসময় পাওয়া যায় না।

বেশি উষ্ণতা কিংবা বেশি শীতলতায়
আজকাল ভালোবাসা থাকে না।
ভালোবাসারা এখন বাস্তবতা চিনে গেছে বেশ,
চড়ুইয়ের মতো: যেখানে ছাদ আছে,
যেখানে বৃষ্টিতে ভেজার ভয়নেই,
যেখানে আহারের অভাব নেই- ভালোবাসা সেখানেই!

কিছু মানুষ তবু ইচ্ছে করেই জ্বরে পুড়ে,
ইচ্ছে করেই কল্পনার ঘামে সাঁতরায়,
অজনা অপেক্ষায় ওষুধটা মুখে তুলে না,
যদি ভালোবাসারা কাছে এসে বসে!

আমিও আজকাল জ্বরকে খুব একটা পর মনে করি না ,
ওটা এখন রুটিন করে আসে আর যায়।
তবুও ভাল;
তোমার মতো একেবারে ফেলেতো যায়নি!
তাই,
শরীরে যখন উষ্ণতা বাড়ে,আমি সেটাকেই ভালোবাসা ভাবি,
জ্বরে পুড়ি,
একসময় তোমার জন্যই জ্বরকে থেকে যেতে বলতাম।
এখন তোমাকে ভুলার জন্য বলি,

কারণ: যে ছেড়ে যায়,
তা ভালোবাসা নয়,
যে ফিরে আসেনা তাও, ভালোবাসা নয়।
জ্বরটাই আমার ভালোবাসা!
মাঝে মাঝে এসেতো দেখে যায়!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: জ্বর ভালোবাসা।
জ্বর বাদ দিয়ে সত্যিকারের ভালোবাসা নেমে আসুক।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ রাজীন নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.