নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অপরাধী মন

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

বেসামাল মন
চেয়ে বসে তোমার মনের অধিকার,
সে ভুলে যায়:
কীযে অপরাধ,বামন হয়ে চাঁদ ছোঁবার!?



প্রজাপতি মন,
ঘাসফড়িং জীবন,
ছুটে চলে তোমার অলক্ষ্যে
বালুচরে বাঁধে ঘর,
স্বেচ্ছায় সে যাযাবর,
তাজমহল ঠাঁই নেয় জীর্ণ বক্ষে!

হয়তো কোনোদিনই,
তোমার দৃষ্টি ছোঁয়নি প্রজাপতি,
মোহের ঘর মিশেছে ভুলের বালিতে
ভেবেছো কি,
কার কি হয়েছে ক্ষতি!?

জানি,
পৃথিবীর কোন বন্দীশালায়,
মন ভাঙ্গার রায় কভু নেই,
ভুল মানুষের কাছে মন সপলে
কাঁচের মত তা ভাঙ্গবেই!

অপরাধী মন তাই,
মেনেছে তোমার রায়,
ভুলে গেছে বাকি সব,
ভুলেনি আজো তোমায়।।

ছবি: সংগৃহীত।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৭

ওমেরা বলেছেন: পৃথিবীতে মানুষ চেনা কঠিন তাই ভুল হয়েই যায়, তার মাশুল ও দিতেই হয়। কবিতা ভাল হয়েছে।

১৪ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:০২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম কথা সত্যি,মানুষের মতো এত্ত খোলশ আর কেও পাল্টায় না।অনেকদিন পর দেখলাম,আশা রাখি ভাল আছেন।ধন্যবাদ,ভাল থাকবেন সবসময়ই।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.