নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

আর কেহ নেই!

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

তোমার মতো এমোন করে,
কেও চায়নি আমার সকাল
আমার দুপুর,আমার বিকেল
অষ্টপ্রহর-সারাটা কাল!



জোর করে কেও ঘুম ভাঙ্গায়নি
ঘুম পাড়ায়নি কোমল স্বরে
কেও বলেনি " লাঞ্চ করেছো?,
এত্তরাত কেও ডীনার করে?!"

ঝাপটে এ হাত কেও ধরেনি,
বৃষ্টিভেজা শ্রাবণ বেলায়
তোমার সাথেই শেষ ভিজেছি,
রেল লাইন আর শিরিষতলায়!

ফাগুন ক'বার এসেছিল,
তোমার আগুন চোখে বুঝেছি
রক্তলালে তুমি "রুপা"
হলুদে তোমার হিমু সেজেছি!


এখনও ফাগুন নামে এ ধরায়,
টের পাইনা আমি আর,
তুমি নেই তাই কেও বলেনা,
কেমন কাটছে দিন আমার!


অনেকই আছে,
খুবই কাছে,
বুকের বাঁ পাশে কেহ নেই!
আবেগে টানি,
আপন মানি,
তবু:তোমার ছবি চোখে ভাসেই!

অনেক শেষে,
ভালোবেসে;
বুঝেছি আমি তুমি ছাড়া...
ঠাঁই নেই আর,
কোথাও আমার
তোমাতেই শুরু তোমাতে সারা!







ছবি : সংগৃহীত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: পুরো কবিতাটা জুড়ে শুধু তাকেই প্রাধান্য দিয়েছেন। কামনা করি তারা ফিরে আসুক সবার জীবনে। আবার আগের মত বৃষ্টিতে ভিজুক সবাই। প্রেমে মেতে উঠুক এই পৃথিবী।
অনেক ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: যারা যায়,তারা ফিরার জন্য যায় না ভাই।তবে হ্যাঁ,প্রেমময় হউক পৃথিবী এই কামনা। অনেক ধন্যবাদ ভাই।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

ফেনা বলেছেন: মন ছুয়েঁ গেল।

অনেক অনেক ভাল লাগা।

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.