নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

অপ্রিয় বাবা

০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৩২


বাবা কখনো আমার প্রিয় হতে পারে নি,

যবে থেকে বুঝতে শিখেছি,

তবে থেকেই-

হলুদ রঙ্গের জামাটা চেয়ে পাই নি,

পোয়েনিক্স সাইকেলটা চেয়ে পাই নি,

১১১০ মোবাইলটা চেয়ে পাইনি,

কতযে পাইনি,

কতযে পাব না ;

তার ডরে কত চাই নি!

জন্ম থেকেই কেমন কঠিন ঠকেছি!!



দু'বাড়ির পরের যে বাবাটা,

তার ছেলেদের গাড়িতে চড়ায়,

রঙ্গীন রঙিন কাপড় পড়ায়,

ফোলাও-কোর্মা নিত্য খাওয়াই,

তেমন একটা বাবা চেয়েছি।



আমার বাবা?

একেবারেই গেঁয়ো,

চুল ছাটেনা,শেভ করেনা,

বাজারে গেলেও সেন্ডেল পরে না,

একি জামায় বছর চলে,

তবুও জামা চেঞ্জ করে না।

এমোন বাবা দেখেছি কি কেও?!



তার বাবারাও এভাবে গেছেন,

মোটা চালের ভাত খেয়েছেন,

এতই বোকা,

ভবিষ্যত কি? না ভেবেছেন।

ছেলেদের না চালাক করেছেন!

চালাক হলে-

পাশের জমি অন্যের হতো?

দখলেতো কিছু'ও পেতো!

পাশের পাহাড়ের গাছ বাঁচতো?

ঘরভর্তি আসবাব হতো!

হয়েছেন ঠিক সবার মতন সেও..


বাবার জন্য কিছুই হয় নি!

দিনমজুরীর তর সয় নি,

দু'এক কলম পড়েছি বটে,

ডাক্তার/মাস্টার হওয়া হয় নি!



এখনো সে অপ্রিয় বেশ,

সত্তরেও তার নাই লেশ,

গরুর খুঁটি,ঘরের বাজার

তার হাতেই সব দায়িত্ব পার,



তবুও সে স্যান্ডেল পরে না,

পা মাজে না,

সপ্তাহান্তে শেইভ করে না,

ধবধবে ওই শার্ট পরে না

ছেলের প্রেস্টিজ?ধার ধারে না

কেমন লাগে?



মুখখানা তার গরীব-এতিম,

মাঝেমধ্যে মায়ায় পড়ি,

সরলতায় আমি ঠকেছি

ভাবনা এলেই ঝারি মারি

যখন মনে কষ্ট ভিষণ জাগে!


তবুও সে তেমনই থাকে,

যেমন ছিল গেঁয়ো আগে!

শতহোক সে বাবা আমার,

কেনোযে তারে-

অপ্রিয়ই লাগে।



মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৪৩

নেয়ামুল নাহিদ বলেছেন: চমৎকার একটি লেখা। যদিও মাঝের দিকে কিছুটা তাল-লয় মনে হলো ঠিক ছিলো না, কিন্তু সবমিলিয়ে অসাধারণ এবং অসাধারণ। অনেক ভালোবাসা আপনার লেখার জন্য।

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:০৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: মন দিয়ে পড়ার জন্য মন থেকে ধন্যবাদ। মধ্যে তাল-লয়ের ঠিক নাও হতে পারে,অনুভূতি যখন টাটকা,তাল-লয় তখন সুপ্ত।চেষ্টা থাকবে সংশোধনের।
ভালোবাসা রইল প্রিয়।

২| ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৪৮

নজসু বলেছেন:


পৃথিবীতে অপ্রিয় বাবার সংখ্যা অনেক।
হুমায়ূন স্যারের সাথে তাল মিলিয়ে বলি, খারাপ বাবা একটাও নেই।

কবিতা ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:১০

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: না,খারাপ বাবা একটাও নেও।ধন্যবাদ পড়েছেন জেনে প্রেরণা পেলাম।
ভাল থাকবেন সবসময়ই

৩| ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কু সন্তান যদিও হয়
কুু পিতা কভুই নয় !

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:১১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: কথা সত্যি শতভাগ,
কু সন্তান করে হতবাক!

ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৫৯

ইসিয়াক বলেছেন: ভালো লিখেছেন।

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:১২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ধন্যবাদ, পড়েছেন জেনে ভাল লাগল,অনুভূতি আলো ছড়াল।

৫| ০১ লা মার্চ, ২০২১ রাত ৯:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: শাহেদুজ্জামান এক বইয়ের উৎসর্গ পত্রে তাঁর বাবা সম্পর্কে লিখেছেন, 'অপার বিষ্ময় নিয়ে এক অপ্রস্তুত জীবনযাপন করে গেছেন'।কবিতাটা বাস্তবতাকে বেশ চমৎকার করে এঁকেছে।

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:১৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ওনার বইটা পড়ার সৌভাগ্য হয় নি,বাবাকে পড়েছি দীর্ঘদিন,
অপ্রিয় ওই বাবার কাছে,
আমার অনেক ঋণ।
ধন্যবাদ,ভাল থাকবেন সবসময়ই

৬| ০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: বাস্তবতার যথার্থ ও নিখুঁত প্রকাশ ।

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:১৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।ভাল লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম।

৭| ০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৩১

নজসু বলেছেন:


কার মন্তব্যের কি জবাব দিলেন বুঝলাম না প্রিয় ভাই।
একটু লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকের মন্তব্যের প্রতিমন্তব্য করার জন্য একটা অপশন আছে।

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:১৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: দুঃখ প্রকাশ করছি,অনেকদিন পর লিখলাম,তাও মোবাইল ভার্সনটা ঠিকভাবে কাজ করছিল না।সংশোধন করা হয়েছে।
ধন্যবাদ।

৮| ০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাবার আর দোষ কি,দোষ তো সৃষ্টি কর্তার।সে কেন আপনাকে রাজার ঘরে পাঠানো না।ধরেন সেই বেটাকে,যে ইচ্ছা করলেই আপনাকে রাজার ঘরে পাঠাতে পাঠাতে পারতো।

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:২১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সবার জন্ম রাজার ঘরে হলে,প্রজা কে থাকতো!?জন্ম রাজার ঘরে হয় নি আবার চোর/বাটপারের ঘরেও হয়নি,সেটা লেখায় প্রকাশের চেষ্টা বিফল হওয়ার দুঃখ প্রকাশ করছি।
আমি সৃষ্টিকর্তার প্রতি রুষ্ট নই।
লেখকের কাজ সত্যি অনুভূতিটা লেখা,সেটা নিজের হতে হবে ব্যাপার তেমন নয়।
ধন্যবাদ আপনার অম্ল-বিষাত্নক মন্তব্যের জন্য।
ভাল থাকবেন।

৯| ০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একই পোস্ট দুইবার কেন?
একটা মুেছে দিন !

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:২৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: দুঃখ প্রকাশ করছি,অনেকদিন পর লিখলাম,তাও মোবাইল ভার্সনটা ঠিকভাবে কাজ করছিল না।সংশোধন করা হয়েছে।
ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৫৩

এ কাদের বলেছেন: কি সুন্দর কবিতা। মনে হল আমার মত বাবাদের (৬৩) বাস্তব চিত্র।

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আমার সন্তানও হয়তো আমাকে নিয়ে কোন একদিন ভাবতে পারে এমনটা,কষ্ট হয়।আকাঙ্খায় পৃষ্ঠ হয়ে ভালোবাসা পিষে যায় কিন্তু মরে না,আবার উঠে দাঁড়াতেও পারে না।
তাই বাবাকে বলা হয় না ভালবাসি।
ধন্যবাদ পড়ার জন্য আর মন্তব্যের জন্য। ভাল থাকবেন সবসময়ই।

১১| ০১ লা মার্চ, ২০২১ রাত ১০:২৮

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কী বেদনাবিধূর!

০১ লা মার্চ, ২০২১ রাত ১০:৩৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: কিছু না পাওয়ার বেদনা,কিছু অতৃপ্তি,
আঁধারের বুকে ঢলে পরে-
ভালোবাসার শত দীপ্তি।
ধন্যবাদ।

১২| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:১২

মেহেদি_হাসান. বলেছেন: অনেক সুন্দর কবিতা, পৃথিবীর কোন বাবাই খারাপ না।

০২ রা মার্চ, ২০২১ ভোর ৬:১৪

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: বাবারা খারাপ হয় না,ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়ই।

১৩| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: আমি একজন কঠোর পিতার সন্তান, আমার সন্তানরাও। দিনশেষে সবাই বুঝতে পারি, পাহাড়ের বুকেও প্রস্রবন থাকে, সেখান থেকে মাঝে মাঝে ঝর্না বিনির্গত হয়।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৪৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আমার বাবা নরম মনের মানুষ।
তবে ওই আগের কথাই বলি...`আকাঙ্খায় পৃষ্ঠ হয়ে ভালোবাসা পিষে যায় কিন্তু মরে না,আবার উঠে দাঁড়াতেও পারে না।
তাই বাবাকে বলা হয় না ভালবাসি।'
ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়ই।

১৪| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:২৭

স্প্যানকড বলেছেন: বাবারা চিরকাল এমনই ! খুব সুন্দর।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৪৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম, বাবারা চিরকাল এমনই !
ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়ই।

১৫| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: দুই মাস এগারো দিন আগে আমার বাবা মারা গেছে। আমি বুঝি আমার কেমন লাগে।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: শুনে দুঃখ পেলাম,বাবা ছায়ার মত,না থাকলে বুঝা যায় রোদের তাপ কতটা কঠোর।
ভাল থাকুক সব বাবা।
ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়ই।

১৬| ০২ রা মার্চ, ২০২১ রাত ১:২৬

ওমেরা বলেছেন: অনেক আবেক দিয়ে লিখা বাবার ছড়াটা খুব ভালো লাগলো।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম আপু,বাবা বলে কথা!
অনেক দিন পর আসলাম সামুতে।
ধন্যবাদ পড়ার জন্য আর মন্তব্যের জন্য। ভাল থাকবেন সবসময়ই।

১৭| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:০৩

অক্পটে বলেছেন: "জন্ম রাজার ঘরে হয় নি আবার চোর/বাটপারের ঘরেও হয়নি,সেটা লেখায় প্রকাশের চেষ্টা বিফল হওয়ার দুঃখ প্রকাশ করছি।"
হ্যা সত্যি কথাটাই বলেছেন। আপনি সরল এবং নির্লোভ পিতার ঘরে জন্মেছেন যে বাবারা সন্তানদের আহ্লাদ মেটাতে পারেনা। ছড়া পড়ে ভাল লাগছিল, ভাবছিলাম আর একটু পড়ার পরই হয়তো এই বাবার জন্য এমন কিছু লা্ইন পাব যা পড়ে চোখ ঝপসা হবে। কিন্তু তেমন হয়নি। তবে হতে পারত। আপনি অনেকটা সেদিকে গিয়েছিলেন।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫৮

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: চেষ্টা বিফল হওয়ার দুঃখ প্রকাশ করছি ।
পরের বার আবারও চেষ্টা থাকবে ।ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়ই।

১৮| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:০৫

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগলো পড়ে। খাটি সোনা দিয়ে তৈরী এমন বাবা।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০২

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,খাটি সোনা দিয়ে তৈরী এমন বাবা।
ধন্যবাদ পড়ার জন্য আর মন্তব্যের জন্য। ভাল থাকবেন সবসময়ই।

১৯| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ পড়ার জন্য,ভাল থাকবেন সবসময়ই।

২০| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:২০

সামিয়া বলেছেন: অসম্ভব সুন্দর একটি কবিতা, প্রিয়তে নিলাম।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:২৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লেগেছে জেনে প্রশান্তি পেলাম।প্রিয় হোক বাবা' নামের সবকিছুই।
ধন্যবাদ,ভাল থাকবেন সবসময়ই।

২১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। সবার মন্তব্য গুলো পড়তে।

০২ রা মার্চ, ২০২১ রাত ৯:০৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: কষ্ট করে আবার এলেন বলে আরেকটা ধন্যবাদ প্রাপ্য হলেন; ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.