নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

আত্নহনন-কাব্য!

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৪৩

(১)
একজনমে আমি হুট করে পড়েছিলাম তোমার চোখের প্রেমে,
সেকি ভয়ানক দিন ছিল!কত অতৃপ্ত পুর্ণিমা।

ভীতুরা প্রেমে পড়ে না,
আমি ভীতু নই আবার আমি বিজয়ীও নই!
কোন এক পয়োস্তি হয়ে পেয়ে গেলাম
মনের দখল!
কিন্তু দেখোঃবেহিসেবী আমার হিসাবেও কোন গরমিল নেই
শুধু তুমি অসীম লোকসানে-
কাঁজল-কাঁকনহীন!

আমি ভীতু নই,আমি পরাজিত
পরাজিতের বেঁচে থাকাটা উপহাস
এর চেয়ে ঢ়ের ভাল,নাইলনের ফাঁস!


(২)
কোন একজনমে আমি অভিশাপ হয়ে জন্মে ছিলাম-
তোমার কাছে,তার কাছে,ওর কাছে!
তুমি একদিন জানতে চেয়েছো আমার কি ভবিষ্যৎ (?)
রাষ্ট্র একদিন তোমার সুরে বলেছে-
আমি নির্লিপ্ত- অকর্মা!
তোমার বাবা,আমার বাবা ওর বাবাও বলতে বলতে ক্লান্ত প্রায়।
অথচ আমি রোজই স্বপ্নে তোমার হাত খুঁজি,
তোমার বাবা,আমার বাবা ওর বাবাদের পায়ে পড়ি

তোমার যাত্রা ভাঙ্গে : কারণ আমার মুখে অভিশাপ,
তোমার কাঁজল জল হয়ে যায়- কারণ আমার চোখে অভিশাপ,

আমার চলায়,আমার বলায়
অভিশাপের ফুলঝুরি।
অভিশপ্ত জীবনই অভিশাপ,
এর চাইতে ঢের ভাল হয়
জীবনটাকে দিই আঁড়ি!




মন্তব্য: (কিছু মানুষের মৃত্যু আমাকে আলোড়িত করেছে ভিষণরকম,কারন খুঁজতে গিয়ে যা পেলাম তাই চেষ্টা করেছি লেখায়).
ছবি: অনলাইন হতে সংগৃহীত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লিখেছেন। আবেগ আছে।

০২ রা মার্চ, ২০২১ রাত ৯:০৬

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: আবেগ আছে বলেই এইসব ছাইপাঁশ লিখি

২| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: সহজ স্বীকারোক্তি, কেউ কেউ দ্বিগবিজয়ী নন।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:১৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হুমম,
সবসময় নিজেকে জয়ী করতে যাওয়াটাও একধরনের পরাজয়ের ভয়ে থাকার মতই।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.