নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সবসময় সত্য,আমি সত্যেরই সারথী।লেখালেখির অভ্যাস পুরানো,ফেলতে পারি না;সময় অসময়ে জেগে ওঠে।ব্লগ কিংবা ফেবুতে আমি একজনই..\"শাহেদ শাহরিয়ার\'\',জয়\' নামটা বন্ধুদের দেয়া।ওটা\'ও তাই রেখেই দিয়েছি।লিখছি,যতকাল পারা যায় লিখব;ব্যস এতটুকুই!

শাহেদ শাহরিয়ার জয়

আমি শাহেদ শাহরিয়ার,একটু আবেগি আর খানিকটা যৌক্তিক।

শাহেদ শাহরিয়ার জয় › বিস্তারিত পোস্টঃ

প্রণয়ের পূর্বাপর

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৪

তোমার কাছে ভালোবাসা চাওয়ার আগে,
ভালো হতো;
আকাশের কাছে যদি বৃষ্টি চেয়ে নিতাম,
তবে তোমার চোখের কাছে আমার যে চোখের দুর্বলতা কখনো বুঝতে না তুমি।

তোমার কাছে প্রেম চাইবার আগে,
ভালো হতো; যদি পাথরের কাছে দীক্ষা চেয়ে নিতাম,
হয়তো তবে স্থির চিত্তে সয়ে যেতাম শত যাতনা,
তুমিও দেখতে পেতে না আমার ক্ষয়িষ্ণু হৃদয়!




তোমার স্পর্শ পাওয়ার আগে ,
খুব ভালো হতো যদি আগুনে নিজেকে দীর্ঘক্ষণ পুড়াতে পারতাম,
তবে হয়তো,তোমার অবহেলায় হাত ছুড়ে দেয়াতে যে আগুন হৃদয়ে জ্বলে,
বুঝতাম,তা খুব একটা পোড়ায় না!

তোমার কাছে ভালোবাসা চাওয়ার আগে,
ভালোই হতো;
যদি কোনো কিছু না চাওয়া শিখতাম,
তবে,এইযে এত্ত না পাওয়ার বেদনা-ই থাকতো না।


ছবি: অনলাইন হতে সংগৃহীত।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: যে অবহেলা করে তারে ভুলে যাওয়াই ভালো

সুন্দর হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.