![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা হল সেই ব্যক্তি,যার দুপুরের না খাওয়া মাছের
ভাগ টুকু রাতের বেলায় সন্তানের ভাগে রুপান্তরিত
হয়।
আর মা হল তিনি,যার ভাগের মাছ টুকুই দুপুরে বাবার ভাগ এ রুপান্তরিত হয়েছিল।
.
হয়ত বা ধনীর দুলালিরা এগুলো কল্পনাতেও আনেনা। কিন্তু কিছু গোষ্ঠী এইগুলাকে বাস্তব থেকেই সরাতে পারে না,কল্পনা থেকে কিভাবে সরাবে।
.
এই মা বাবা গুলো কেমন যেন নিঃস্বার্থ টাইপের। যেই যুগে লোভের কারনে ছেলে মেয়ের কাছে মা-বাপ খুন হয়,সেই যুগে এরা না খেয়ে থাকে সেই ছেলে মেয়ের জন্যেই।
এই মা বাবা গুলো খুব ভাল অভিনয় করতে পারে। নিজের সন্তান ও সে অভিনয় কে ধরতে পারে না। হলিউড, বলিউড ও এই অভিনয় এর কাছে হেরে যাবে। এ যে,বাস্তব কষ্ট সহ্য করে মুখে হাসির ঝলক লাগিয়ে রাখার অভিনয়। কেউ যেন তার মলিন মুখের কাতরে ব্যাথা না পায়,তার অভিনয়।
.
এই গোষ্ঠীর বাবা গুলোর এক অভিন্ন বৈশিষ্ট্য আছে। এই বাবাগুলো কখনো নিজের প্রয়োজনীয় বস্তু জামা কাপড় ও কিনতে যায় না। তাদের এক জোড়া স্যান্ডেল এ যত গুলা মুচির সেলাই পরে,তা গুনতে গেলে হয়ত মুচিই হিমশিম খেয়ে যাবে।
.
প্রতিটা দিন যায়,তাদের সন্তান এর বয়স একদিন বেড়ে যায়। কিন্তু তাদের আশা সহস্র গুনে বেড়ে যায়। কেননা,এই মা বাবা গুলোর জীবনের একমাত্র লক্ষ্য থাকে তাদের সন্তান টাকে মানুষের মত মানুষ করা। তাদের আশা একটাই, তাদের সন্তানের যেন তাদের মত এত কষ্টে দিন কাটাতে না হয়। তারা কিন্তু তাদের সন্তানের রোজগারে খাওয়ার আশা করে না!!!! তারা যে নিঃস্বার্থ।
©somewhere in net ltd.