নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
এই পৃথিবীতে ৬.৯ বিলিয়ন মানুষের বসবাস। তাদের মাঝে প্রতি ৬ জনের ১ জন বেকার। আমাদের ৪ বিলিয়ন মানুষ দিনে $১০ আয় করে। তিন বিলিয়ন মানুষের আয় দিনে $২.৫০-এর নিচে। আমাদের সাথে সাথে এই সকল মানুষেরাও নিজের জীবনকে এগিয়ে নিতে চায়। আর, সেটা কিভাবে করা যেতে পারে সে সম্পর্কে বেশিরভাগ মানুষেরই নিজস্ব চিন্তা-ভাবনা আছে।
এই অবস্থায় আসল প্রশ্নটি হচ্ছে- কিভাবে বাঁধা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাওয়া যেতে পারে যখন কিনা সুযোগ খুবই সীমিত? এক্ষেত্রে উত্তরটা হচ্ছে, জীবনকে এগিয়ে নিতে আমাদের হাতে মাত্র চারটি উপায় আছে। সেগুলো হচ্ছে-
উপায় ১ঃ কারো কাছ থেকে সাহায্যের আশা করা
উপায় ২ঃ সরকারের সাহায্য দাবী করা
উপায় ৩ঃ কোন একটা চাকরী খুঁজে নেওয়া
উপায় ৪ঃ নিজেই কোন কিছু শুরু করা
আপনি যদি চার নং উপায়টি বেছে নিন, অর্থাৎ, নিজেই কোন কিছু করার চেষ্টা শুরু করেন, তাহলে আপনি একজন- 'উদ্যোক্তা'। যারা ব্যবসা থেকে নিজের জীবনের পাথেয় খুঁজে নেন, তাঁদেরকে এই নামেই ডাকা হয়।
'উদ্যোক্তা' হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। কারো হয়তো উদ্যোক্তা হওয়াই জীবনের একমাত্র স্বপ্ন, আবার অনেকে জীবিকা নিবারণের খাতিরে ব্যবসা শুরু করেন।
অনেক ভাবেই 'উদ্যোক্তা' হওয়া যায়। কেউ হয়তো অন্যদের সাথী করে ব্যবসা শুরু করেন, আবার কেউবা একলা নিজেই এই পথটি বেছে নেন। একলা করুন বা কাউকে পার্টনার হিসেবে নিয়েই করুন, এই মানুষেরা বিক্রয়, বিতরণ, তৈরি, উদ্ভাবন, স্থাপন আর বৃদ্ধি, এসবের মাধ্যমেই নিজের ব্যবসাকে গুছিয়ে নিয়ে পৃথিবীকে একটি আরো বাসযোগ্য গ্রহে পরিণত করেন।
অনেকেই ব্যবসার নিত্ত-নতুন আইডিয়া বের করেন, কিন্তু, হাতে-গোনা কয়েকজন সেই আইডিয়াকে কাজে লাগাতে পারেন। যেসব কারণ আমাদেরকে একজন উদ্যোক্তা হওয়ার পিছনে বাঁধা হয়ে দাঁড়ায় সেগুলো হচ্ছে-
১) ব্যবসা করতে পারবো কিনা সে সম্পর্কে সন্দিহান হওয়া,
২) পিছু ফেলে আসা পটভূমি,
৩) সমাজ হতে বিচ্ছিন্নতা,
৪) অসফলতা/পরাজয়কে ভয় পাওয়া।
উপরে উল্লেখিত কারণ সমূহের জন্যেই আমরা যেসব মানুষ 'করি না', 'পারি না' আর 'পারবো না' বলে পিঠ বাঁচিয়ে পালিয়ে যায়, তাদের দলভুক্ত হওয়ে পড়ে।
অথচ, আমরা এ কথা ভুলে যাই যে, একটি নতুন ব্যবসা শুরু করা কখনোই সহজ ছিলো না। কিন্তু, আমাদের এটাও ভুলে গেলে চলবে না যে, একটি নতুন ব্যবসা শুরু করা সুযোগ আগের যে কোন কালের চেয়ে বেশি সহজ!
এখনকার সময়ে সব কিছুতেই প্রযুক্তি'র ছোঁয়া লেগেছে। প্রযুক্তির পথ ধরেই আসে 'তথ্য'। যেমন ধরুন, আপনি জানতে চান, বাংলাদেশ আর ভারতের মাঝে কি ধরণের পণ্য আমদানী-রপ্তানী হয়, সঠিক পদ্ধতিতে গুগল মামাকে জিজ্ঞাসা করেই দেখুন, আপনার সামে ভেসে উঠবে এ সম্পর্কে রাজ্যের যত তথ্য!
প্রযুক্তির সাহায্য নিয়েই মানুষ সুযোগের দরজাটা খুলে দেয়, এরপর এটাই উওরে যাওয়ার মই-এর প্রথম পদক্ষেপ। আর, এভাবেই আমরা 'করি না', 'পারি না', 'পারবো না'-এর দল থেকে 'করি', 'করবো' আর 'পারবো'-দের দলভুক্ত হয়ে পড়ি।
প্রযুক্তি, তথ্য আর নিজের উপর বিশ্বাস, আমাদেরকে একটি নতুন ব্যবসা শুরু করতে, একটি দল তৈরিতে এবং দলভুক্ত হতে সাহায্য করে। এগুলোই আমাদেরকে পণ্য সরবরাহকারী খুঁজতে, ভোক্তার কাছে পৌছতে, এমনকি প্রয়োজনের সময় একটি গুদাম আবিস্কার করতেও সাহায্য করে!
আর, এটাই যে কোন ব্যবসার শক্তি!
আপনি জানেন কি..............
আমার এই লেখাটি পড়তে যতটুকু সময় লাগিয়েছেন, সেই সময়ে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা উদ্যোক্তারা ইতিমধ্যে ৮৩৭টি নতুন ব্যবসা শুরু করেছেন, দিন শেষে এই সংখ্যা দাঁড়াবে ৩ লক্ষ-এর বেশি। আর, এই বছর শেষে এরকম নতুন ব্যবসার সংখ্যা দাঁড়াবে ১১০ মিলিয়ন!
আপনিও হতে পারেন, সেই সম্মানিত মানুষদের একজন!
তাহলে, আর দেরী কেন!
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ঠিক আছে।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ঠিকই তো!!!
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
সুমন কর বলেছেন: দেরী হয়ে গেল........আপনি আছনে তো, সাথে.................হাহাহাহা
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আমি আছিই! জো হুকুম, জাহাঁপনা!
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: ভুয়া পোষ্ট।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: একদম ভুয়া।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
নাইম রাজ বলেছেন: ভন্ডামী সব।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সব ভন্ডামী।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২
মোঃ ইকবাল ২৭ বলেছেন: যত সহজে বলে গেলেন অত কিন্তু সহজ নয়।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
এই পৃথিবীতে এখন ৬.৯ বিলিয়ন মানুষ বাস করেন? শুরুতেই গলদ!