নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
খুব বেশি দিন আগের কথা নয়। শিক্ষক হিসেবে এলাকায় আমার খুব নাম-ডাক। একদিন এক মধ্যবয়সী ভদ্রলোক তাঁর ছেলেকে আমার কাছে রেখে গেলো। ছোকরাটি কেমন যেন ভিতু ধরণের। রাতেরবেলা নিজের ঘরে দ্বিধা আর ভয়ে সে প্রকম্পিত হতো। আর, যখন সকালবেলায় তাকে দেখা যেতো, তখন কখনো কখনো তাকে দেখে মনে হতো তাকে বুঝি কোন ভূত ধর্ষণ করেছে।
এরপর একদিন, তার প্রতি আমার কৃপা হলো-
আমার ঐশ্বরিক তলোয়ার থেকে তাঁর জন্যে একটি ছুরি তৈরী করে দিলাম।
তারপর থেকে, সেই ছাত্রটির জন্যে আমি গর্বিত বোধ করি।
এখন যখন রাত আসে, সে ছাত্রটি শুধু তার ভয়গুলোকেই পিছু ফেলেনি,
সে আজ বাইরে বের হয়-
কোথাও কোন সমস্যা আছে কিনা তা খুঁজে বের করার জন্যে।
[মহান কবি হাফিজের স্মরণে কয়েকটি লাইন]
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার ধন্যবাদ পৌঁছে যাক সঠিক গন্তব্যে।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: বাহ!