নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্যে আমার এ উপহার, মহান কবি হাফিজ যার রুপকার!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭


আমাদের মাঝের এ বন্ধন অনেকটা এরকম-

তুমি শীতার্ত বোধ করছিলে যখন-
আমি ছুটে গিয়ে একটি চাঁদর নিয়ে এসে-
আমাদের কাঁপতে থাকা পা দু'টো মুড়ে দিয়েছিলাম।

তোমার শরীর যখন ক্ষুধার্থ ছিলো-
আমি বাগানে ছুটে গিয়েছিলাম-
আলু খুরে তোলার জন্যে।

বিপদকালে তুমি কিছু আশার বাণী আর নির্দেশনা চেয়েছিলে-
আমি তোমার সামনে নতজানু হয়ে-
পুরো একটি বই মেলে ধরেছিলাম।

তুমি যখন একাকীত্বের যাতনায়-
ফুঁপিয়ে উঠেছিলে-

আর আমি বলেছি-

এই রশিটি ধরে, আমার চার পাশে তা জড়িয়ে দাও,
তাতে তুমি হাফিজকে সাথী হিসেবে পাবে-
চিরদিনের তরে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫

এম এ কাশেম বলেছেন: সুন্দর।
ভাল লেগেছে কবি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার ভাল লাগা পৌঁছে যাক অসীম কোন রাজ্যে বেঁচে থাকা আসল কবির নিকটে।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ, রাজীব ভাই।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: দারুণ।।শুভকামনা।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীতি ও শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.