নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
যখন আমার কফিনটি ঘর থেকে বের করা হবে,
এমন ভাবনা তোমাদের মনে যেন কভু না আসে-
আমি আরো থেকে যেতে চাই এ ভবে।
তোমরা তখন চোখের পানি ফেলো না,
বিলাপ করে দুঃখে কাতর হইয়ো না,
আমি তো কোন দৈত্যের থাবায় গিয়ে পড়ছি না!
যবে আমার মৃত এ দেহকে বহন করে নিয়ে যেতে দেখবে,
আমার এ প্রস্থানে কান্না করো না,
আমি তো চলে যাচ্ছি না!
বরং পৌঁছে গিয়েছি মহান ভালোবাসা'র এক জগতে।
কবরে আমায় যবে ছেড়ে যাবে,
'বিদায়' না বলে এটা রেখো মনে,
কবর তো হচ্ছে এমন একটি পর্দা
যা ভেদে যেতে হয় নন্দনকাননে।
আমি কবরে কিভাবে ঢুকে যাচ্ছি
তোমরা তো শুধু দেখতে পাবে না সেটাই,
এর সাথে সাথে এটাও তো দেখতে পাবে-
আমি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াই!
চলে যাওয়া মানে সব কিছু'র শেষ,
তা কি করে হতে পারে!
সূর্য আর চন্দ্র যখন অস্তাচলে যায় চলে,
তারা আর কখনোই উদয় হবে না, ওরে?
এই চলে যাওয়াকেই সব কিছু'র শেষ যদি মনে হয়,
এ যেন সূর্যাস্ত বলে ভ্রম হয়,
মনে রেখো, এটা আসলে ভোর, একটা পূর্ণ দিনের শুরু!
কবর যখন তোমায় কারারুদ্ধ করে,
প্রাণপ্রাখী তোমার মুক্ত হয়ে সে ঘরে
'বাগানে' যায় চলে, দু'পাখা দিয়ে উড়ু।
এমনকি এখানে কভু হয়েছে,
বীজ যবে নিক্ষেপিত হয়েছে
তা থেকে নব জীব্ন উত্থিত হয়নি কোন?
তাহলে তুমি কেন সন্দেহ করবে
মানব নামের বীজ পুতিবে যবে,
তা আবার ফিরে আসবে না কখনো!
কভু দেখেছো কি, কুয়ায় বালতি ফেলা হয়েছে,
সেটা পানি না নিয়েই কি খালি উঠে এসেছে?
তাহলে কেন এতো বিলাপ করছো আত্মার তরে
ইউসুফের মতোই যা কুয়া থেকে উঠে আসতে পারে!
শেষবারের জন্য যবে, মুখ বন্ধ করে দিবে,
তোমার শব্দগুলো আত্মাকে সাথে নিয়ে
স্থান আর সময়হীন এক জগতের হয়ে যাবে।
=================================
=====শেখ রুমী'র একটি কবিতা'র ভাবানুবাদ=====
=================================
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: আহা
দারুন--