![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
আমি খোদার খোঁজে খ্রিষ্টানদের ক্রসের কাছে গেলাম
......কিন্তু, সেখানে তাঁকে পেলাম না।
.
আমি মক্কায় মুসলমানদের ক্বাবাতে গিয়েছিলাম
...কিন্তু, তিনি সেখানেও ছিলেন না।
.
আমি ইহুদীদের বহু পূরানো সিনাগোগে গিয়েছি,
সেই সাথে হিন্দুদের প্রতিমায় ভরা মন্দিরেও,
......কিন্তু, আমি প্রভুর খোঁজ কোথাও পেলাম না!
.
আমি আলেম আর দার্শনিকদের শুধালাম......
কিন্তু, খোদা ছিলেন তাঁদের বোধের সীমানারও অনেক বাইরে!
.
আমি এরপর নিজের অন্তরের অন্তঃস্থলে উঁকি দিলাম,
আর আমি দেখতে পেলাম......
তিনি সেখানেই বাস করছেন!
.
খোদাকে এছাড়া আর কোথাও পাওয়া যায় না যে!
.
.
মূলঃ শেখ রুমী
অনুবাদঃ শাইয়্যান মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
শেখ রুমী'র লেখা যে!!!
মনোমুগ্ধকর হতেই হবে!!!
ভালো থাকুন নিরন্তর।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১
সুমন কর বলেছেন: চমৎকার !! +।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: পাঠ এবং প্লাসের জন্যে অনেক অনেক ধন্যবাদ।
আপনার শুভেচ্ছা পৌঁছে যাক কবির কাছে।
ভালো থাকুন নিরন্তর।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে। একই বিষয় নিয়ে অনেককাল আগে কিছু একটা লিখতে চেষ্টা করেছিলাম। লেখাটা নিম্নরূপঃ Click This Link
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: খুবই সুন্দর হয়েছে আপনার মৌলিক কবিতাটি। বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা থাকলো নিরন্তর।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বাহ ! বাহ !
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২১
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কথাগুলো সত্যি বলেছেন শেখ রুমী।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।