নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
অফিসে আমার বস লোকটা, ছিলেন বড় বেশ,
ভুল করায় সেদিন আমা্র, টেনে দিলেন কেশ।
ঝাড়ি দিয়ে পাঠিয়েছিলে্ন, ঘরের বাজার করতে,
বলেছিলেন গরু-মুরগী, কিনে থলেতে ভরতে।
গরুর মাংস চিনি না, কিনে আনলাম মহিষ,
তা দেখে তিনি বলেন- 'তুই ব্যাটা খবিস।
দেশী মুরগী চিনিস না, আনলি কি না ফার্মের,
না আগার, না গোরার, না তুই কোন কর্মের।'
বসের বউ লিখেছিলেন, আনতে বাসমতী কিনে,
দোকানী ব্যাটা দিলো থলেতে, চিনিগুড়া সেদিনে।
বস তো দেখে, রেগে আগুন, বললেন যাচ্ছে-তাই,
আমি যেন তক্ষুনী, অফিস থেকে বেরিয়ে যাই।
দেখো বাপু, কি মুশকিলে, পড়লাম শেষে আমি,
চাকরীটা বুঝি গেলো দিনে, জানেন অন্তর্যামী!
এই শহরে চাকরী পাওয়ার কত ঝামেলা, জানো?
সব যে শুনে বউ তো ক্ষ্যাপা, বলছে আমায়- 'দানো'।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
মজার তো বটেই,
তা শুধু ঠোঁটেই!
মন্তব্যে ধন্যবাদ নিরন্তর।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: ভীষণ মজার।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এমন চাকরী মোটেই মজার নয়।
ধন্যবাদ নিরন্তর।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
জাহিদ অনিক বলেছেন:
হা আ হা আহা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আহা কি হাহা,
কথা যায় না ঢাকা!
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
জগতারন বলেছেন:
শাইয়্যানের টিউশন এত সুন্দর কথার কবিতা আপনি কিভাবে লিখতে পারেন !
কবিতা পাঠে ও কথার কারসাজিতে আমি মুগ্ধ।
কবি শাইয়্যানের টিউশন -এর প্রতি সুভেচ্ছা জানাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এই কবিতা এসেছে রায় বাবু'র বদৌলতে!
উনার একটা ছড়াকে নতুন করে লেখার চেষ্টা করতেই এমন অবস্থা!
ভালো থাকুন নিরন্তর।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
সুমন কর বলেছেন: হাহাহা........সব ভুল জিনিস ধরিয়ে দিল !! আর আপনি নিয়ে আসলেন !! না, আপনার চাকরি নট।
মজার ছিল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বাজার-সদাইতে আমি একদম কাঁচা সেই দিন বুঝতে পেরেছিলুম!
শুভেচ্ছা নিরন্তর।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯
অগ্নি সারথি বলেছেন: হা হা হা হা!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: বস যে কান মলা দেননি, সেটাই ভাগ্য!
ধন্যবাদ নিরন্তর।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজাদার কবিতা।
"না তু কোন কামের" বদলে "না তুই কোন কর্মের" ব্যবহার করলে বেশী শ্রুতিমধুর লাগবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ভালো বলেছেন। সত্যিই ভালো লাগছে পড়তে এডিটের পর।
অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা
চাকরীটা খুব মজা
মন্দতো নয় তেমন
পাচ্ছেন ঠিকই বেতন