নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

টোকাইরা এখন আকাশে যাওয়ার আশা নিয়ে ঘুমাবে

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫১



আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আশাই জীবন। মা-বাবা আশা রাখেন সন্তান একদিন মানুষ হবে, শিক্ষক আশা রাখেন একদিন প্রচন্ড ভিড়ের মধ্যেও তাঁকে অনেকদিন পর কাছে পেয়ে কোন জজ/ব্যারিস্টার ছাত্র-ছাত্রী তাঁর পা জড়িয়ে ধরে কদমবুসি করবে, পারার নেতা আশা রাখেন একদিন তিনি সংসদ সদস্য হবেন, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন তিনি আরেকবার দেশকে নেতৃত্ব দিবেন।

ঠিক এভাবে, একজন ভিক্ষুক বা টোকাইয়েরও আশা আছে। কেউ তাদের সাহায্যে এগিয়ে আসবে অথবা ডাস্টবিনে কোন একদিন গুপ্তধন পেয়ে যাবে, এই হয়তো তাদের আশা। এই আশা কি আরো একটু বাড়িয়ে নেওয়া যায়? শুধুই জীবিকার অন্বেষণে তাদের রত না রেখে, তাদের আশার পরিধি আরো বিস্তৃত করা যায় কি? গেলে, সেটা কিভাবে?

হয়তো এখন থেকে মা-বাবা আশা রাখবেন তাঁদের ছেলে এস্ট্রোনট হবে, শিক্ষক অবাক হয়ে দেখবেন তাঁর কোন ছাত্র মহাকাশের কোন যান থেকে তাঁকে চিঠি লিখেছে, পাড়ার নেতা এলিয়েনদের সাথে কিভাবে কথোপকথন করে জ্ঞান বাড়ানো যায় তা নিয়ে ভাবিত হবেন, প্রধানমন্ত্রী আরেকটি গ্রহে বসতি করে সেখানকার সম্রাজ্ঞী হবার স্বপ্ন দেখবেন।

এভাবে, ভিক্ষুক বা টোকাই রাস্তায় ঘুমাবার আগে আকাশের তারা গুনতে গুনতে ভাবতে থাকবে, ঐ আকাশ থেকে ঠিকই একদিন কেউ নেমে এসে তাদের সকল সমস্যা মিটিয়ে দিবে। তাদের হয়তো তখন আর ভিক্ষা করতে হবে না। আকাশে চাঁদ নামক বস্তুটিকে তখন শুধু রুটি বলে মনে হবে না, ভাবিষ্যতের একটু মাথা গোঁজার ঠাই হিসেবেও গন্য হতে থাকবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট এমন আশা তৈরী করতে পারলে দোষ কি!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সরকারের কাজে যারা আশা করবে তারা অবশ্যই নির্বোধ।

বিমান বন্দরের নাম চেঞ্জ করে কি লাভ হয়েছে?

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: দেশের সকল সম্পদ জনগণের। এটা কিছু ব্লগারকে বুঝতে হবে।

২| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৭

মাহের ইসলাম বলেছেন: মহাকাশে যেতে পারলে কি চিঠির প্রচলন থাকবে ?

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১:২১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সেখানে চিঠি লেখা খুব কষ্টসাধ্য ব্যাপার.... এই কষ্টটা যে করবে বুঝা যাবে সে কোন বিশেষ কারণে তা করছে
ধন্যবাদ

৩| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
দেখলাম অনেকেই গাট্টিবোচকা নিয়ে রেডি হচ্ছেন। যেহাদের পথে কাশ্মিরে ...

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কিছু মানুষ এমন করবেনই। আমাদের কাজ যেমন আমরা করে যাচ্ছি। নিজেদের কাজ ভালো ভাবে করতে পারছি কি না সেটা দেখতে হবে।

সেই অন্যরা আমাদের পথে বাধ না সাধলে আমরাও তাদের পথে কাটা হবো না।

ধন্যবাদ।

৪| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন: - এটিও পড়ুন ..
স্যাটেলাইট নিয়ে এত কান্নাকাটি কিসের?

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: পড়েছি। অনেকগুলো ভালো পয়েন্ট উল্লেখ করেছে। ধন্যবাদ।

৫| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: টোকাইদের নিয়ে ভাবনার জন্য কেউ নেই, একজন ভেবেছিলেন তিনি প্রয়াত প্রেসিডেন্ট লেঃ জেনারেল হোসেঈন মোহাম্মদ এরশাদ - তিনি আকাশ থেকে এসেছিলেন কিনা জানিনা তবে দেশের মানুষ তাঁকে স্বৈরাচার খেতাব দিয়ে পুরস্কৃত করেছেন।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: উনি স্বৈরাচারী ছিলেন, তাতে কোন সন্দেহ নেই। তবে, উনি হয়তো ভালো কাজও করে থাকতে পারেন। আমি ঠিক জানি না। কারণ, আমি সেই সময়ে ছোট ছিলাম। ধন্যবাদ।

৬| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্যাটেলাইট টোকাইদের কোনো কাজে এসেছে?! ভবিষ্যতে আসবে?!

এই টাকাগুলা টোকাই সহ দেশের সব শিশুদের শিক্ষা নিশ্চিত করণে ব্যয় করা উচিত ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.