নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

একাকীত্বে ভোগা মানুষগুলো\'র জন্যে কিছু কথা

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯



দার্শনিক জালালুদ্দিন রুমী বলেছেন, ''একাকীত্বে ভুগো না, পুরো এই মহাবিশ্বটাই তোমার মাঝে আছে। খুব ছোট হওয়া বন্ধ করে দাও, তুমি নিজেই তো আপন গতিতে চলতে থাকা এক মহাবিশ্ব। নিজের জীবনকে আগুনে উৎসর্গিত করো। যারা তোমার আগুনের শিখাগুলোকে উদ্দিপিত করতে পারবে, তাদের খোঁজ শুরু করে দাও।''

জীবনের কোন না কোন সময়ে এসে আমরা নিজেকে একাকীত্বের সাগরে নিমজ্জিত অবস্থায় আবিস্কার করি। কেউ পাশে নেই, সবাই ভুল বুঝছে- এই অনুভূতি আমাদের পিছু ঠেলে দেয়। একাকীত্বের যাতনায় হৃদয়টা দুমড়ে-মুচড়ে যায়। কান্নায় ভেঙ্গে পড়ি তখন। অনেকে জীবন ছেড়ে স্বেচ্ছায় অকালে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে বসেন।

অথচ, একটু যদি খেয়াল করে দেখেন, আপনি কিন্তু একা নন। পুরো সৃষ্টি'র বিস্ময় যে মানুষ, আপনি তো তা-ই। আপনার ক্ষমতা অপরিসীম। আপনার মাঝেই দুনিয়া জয় করার সাহস দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে সৃষ্টি করার অপার দক্ষতা। আপনিই সেই ব্যক্তি যিনি আলেকজান্ডার হয়ে দিগ্বী জয় করেছেন। আপনি তো সে-ই যে সকল বাধা অতিক্রম করে তেনজিং হয়ে হিমলায়ে উঠেছেন। আপনার মাঝেই তো লুকিয়ে আছে জ্ঞানসাধক আল জাবের, শেক্সপিয়ার, ওমর খৈয়াম, আইজ্যাক নিউটন আর আইনস্টাইন হওয়ার চেতনা।

কিন্তু, হায়! আপনি নিজেকে ক্ষুদ্র ভেবে হেয় করেন। নিজেকে তাচ্ছিল্য করেন। নিজেকে হাসি-ঠাট্টার অতি পাংক্তেয় বস্তুতে পরিণত করেন। আপনি যদি জানতেন আপনি মহাসমুদ্রের মাঝে এক ফোঁটা পানি নন, বরং একটি ফোঁটা পানিতে পুরো এক মহাবিশ্ব....আপনি কি নিজেকে এতোটা ছোট ভাবতে পারতেন?

তাই, সবার আগে নিজেকে জানুন। চোখ বন্ধ করে নিজেকে একটু সময় দিন। নিজেকে জানার এই 'যুদ্ধে' আপনাকে সবাই সাহায্য করতে পারবে না। নিজের এই অপার সম্ভাবনা নিজেকেই আগে উপলব্ধি করতে হবে। আর, এ কাজে যিনি বা যারা আপনাকে সাহায্য করতে পারবেন, তাঁদেরকে খুঁজে বের করুন।





মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৮

ইসমাঈল আযহার বলেছেন: খুব উপকৃত হলাম। আমার দিন খুব খারাপ কাটছে। এর পেছনে কী কারণ তা আমি জানি কিন্তু কোনো উপায় বের করতে পারছি না। ধন্যবাদ। সুন্দর লেখার জন্য।

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অন্ধকারের পরেই আলো'র আবির্ভাব হয়। অন্ধকারটা ক্ষণস্থায়ী। কিন্তু, এই অন্ধকারই আবার আলো'র মহিমাকে তুলে ধরে।

ভালো থাকুন। সুস্থ্য থাকুন এই কামনা করি।

শুভেচ্ছা।

২| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: ওগো নদী আপন বেগে পাগল পারা! আমি স্তব্ধ চাঁপার তরু, গন্ধে ভরে তন্দ্রা হারা!!!!


আমি সদা অচল থাকি , গভীর চলা গোপন রাখি ....... আমার চলা নবীণ পাতায় আমার চলা ফুলের ধারা!!!!

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: চমৎকার এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার লেখাটির জন্য
আপনাকে ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: পড়া ও কমেন্টের জন্যে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ভালো থাকুন নিরন্তর।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন ভাই।
পকেটা তাকা না থাকলে তখন বুঝবেন।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সে রকম দূরবস্থা কারো না হোক সেই দোয়া করি। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.