নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

পাখা নিয়ে জন্ম নেওয়া মানব সন্তান জীবন যুদ্ধে হেরে যাবে কেন!

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৮

জ্ঞান-তাপস জালালুদ্দিন রুমী বলেছেন- ''তুমি তো পাখা নিয়ে জন্ম নিয়েছো, তবু কেন জীবনে হামাগুড়ি দেওয়া বেছে নিলে!''



আমাদের জীবনের প্রত্যেকটি কাজের সাথে অদেখা ভূবনের যোগাযোগ রয়েছে। তবু, এই দুনিয়ার স্বার্থগুলোর বেড়াজালে আমরা সেই অদেখা ভূবনের উপহারগুলোর কথা প্রায়শঃ ভুলে যাই।

ছোটবেলার কথা একবার মনে করুন, যখন আমাদের কোন কাজের মাঝে স্বার্থান্ধতা ছিলো না। আমাদের হৃদয়ে যা চাইতো, তা-ই করতে পারতাম। আমাদের কাজে ছিলো না কোন কলুষতা।
.
অথচ, বড় হওয়ার সাথে সাথে, সেই হৃদয়ে কালো দাগ জন্মাতে থাকে। স্বার্থের মোহে পড়ে আমরা এমন সব কাজ করি, যা নিজেদের জন্যে তো বটেই, পরিবার, সমাজ, জাতি এমনকি গোটা পৃথিবী'র জন্যে তা এক দূষণীয় কাজ হয়ে দাঁড়ায়।

অথচ, কেমন হতো যদি আমাদের ছোটবেলার নিস্পাপতা বড় হওয়ার পরেও টিকে থাকতো! আমরা হয়তো তখন আরো সাফল্য লাভ করতাম। পরের সাহায্যে হয়তো আরো নিঃস্বার্থ ভাবে এগিয়ে যেতে পারতাম। বলতে পারতাম-

পরের কারণে স্বার্থ দিয়া বলি,
এ জীবন-মন সকলি দাও।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর উপলব্ধি আর তার প্রকাশ।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: শেখ রুমীর কথাগুলো সত্যি ভাবনার খোরাক যোগায়।

শুভেচ্ছা থাকলো।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: জীবনে চলার পথে এসব কথার দাম নেই।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: জীবন তো মাত্র রেল লাইনে উঠলো। বহু দূর যেতে হবে যে!

শুভেচ্ছা থাকলো।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


বকবক

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

বুড়ো হওয়ার লক্ষণ। ধন্যবাদ।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জীবন তো মাত্র রেল লাইনে উঠলো। বহু দূর যেতে হবে যে!

শুভেচ্ছা থাকলো।

ধন্যবাদ। ভালো থাকুন।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার প্রতিও শুভকামনা। শুভেচ্ছা আবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.