নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।
৬-নং নিয়মঃ
নিঃসঙ্গতা এবং নির্জনতা দুটি পৃথক জিনিস।
তুমি যখন নিঃসঙ্গ...... ‘আমি সঠিক পথে আছি’- এই বিশ্বাসে নিজেকে বিভ্রান্তির জালে ফেলা খুব সহজ। নির্জনতা আমাদের পক্ষে আরও ভালো, কারণ এর অর্থ একাকীত্ব বোধ না করে একা থাকা। কিন্তু, প্রকৃতপক্ষে, তোমার আয়না হবে এমন কোনো ব্যক্তির সন্ধান করা সবচেয়ে ভাল।
মনে রেখো, একমাত্র অন্য মানুষের হৃদয়ে তুমি সত্যিকার অর্থে নিজেকে এবং তোমার মাঝে সৃষ্টিকর্তার উপস্থিতিকে চিনতে পারবে।
৭-নং নিয়মঃ
তোমার জীবনে যা-ই ঘটুক না কেন, জীবনে হয়ে যাওয়া ঘটনাগুলো যতই ঝামেলাজনক মনে হতে থাকুক, হতাশার ধারে কাছেও যেও না। এমনকি যখন সকল দরজা বন্ধ হয়ে যায়, মহান স্রিষ্টিকর্তা শুধু তোমার জন্যে একটি নতুন দরজা খুলে দিবেন।
কৃতজ্ঞ হও! সব ঠিক থাকলে কৃতজ্ঞ হওয়াটা সহজ। একজন সুফি শুধু তাকে যা দেওয়া হয়েছে তার জন্যে কৃতজ্ঞ হোন না, তাঁর যেসব চাওয়া অস্বীকার করা হয়েছে সেগুলোর জন্যেও কৃতজ্ঞ হোন।
৮-নং নিয়মঃ
ধৈর্য অর্থ নিষ্ক্রিয়ভাবে সহ্য করা নয়। এর অর্থ একটি প্রক্রিয়ার শেষ পর্যন্ত লক্ষ্য রাখা।ধৈর্য অর্থ কি? এটার অর্থ হলো- কাঁটার দিকে তাকিয়ে সেটাকে গোলাপ হিসেবে দেখা, রাতের দিকে তাকিয়ে সকালকে দেখা।
অধৈর্যতা মানে, অদূরদর্শী হয়ে পরিণতি দেখতে না পাওয়া। খোদা-প্রেমীদের ধৈর্য কখনোই শেষ হয়ে যায় না। কারণ, তাঁরা জানেন, অর্ধচন্দ্রাকার চাঁদ পূর্ণ হওয়ার জন্যে সময়ের প্রয়োজন।
৯-নং নিয়মঃ
পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণের মাঝে কমই পার্থক্য আছে। আপনার গন্তব্য যাই হোক না কেন, প্রত্যেক ভ্রমনের যময় আপনাকে ভ্রমনের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। আপনি যদি সেই সফরের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন, তাহলে আপনি সুদূরে প্রসারিত এ বিশ্ব নয়, তার বাইরেও ভ্রমণ করতে পারবেন।
১০-নং নিয়মঃ
ধাত্রী জানে, যখন কোন ব্যথা নেই, বাচ্চা বের হওয়ার দ্বার উন্মোচন হয় না, আর মা-ও জন্ম দিতে হোন অপারগ। সেজন্যে, নতুন সত্ত্বার জন্ম হতে হলে, কষ্টের প্রয়োজন। শক্তিশালী হওয়ার জন্য মাটির যেমন তীব্র উত্তাপের মধ্য দিয়ে যেতে হয়, ভালবাসা কেবল বেদনায় নিখুঁত হতে পারে।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সত্যিই তাই। আমি যত পড়ছি, তত মুগ্ধ হচ্ছি।
শুভ জন্মদিন।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন:
“যে-জীবন ফড়িঙের, দোয়েলের— মানুষের সাথে তার হয়নাকো দেখা”
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ছবিটি অনেক বার্তা বহন করছে। ধন্যবাদ।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৭
নুরহোসেন নুর বলেছেন: ডায়মন্ড তুল্য কথার চমৎকার পোস্ট, ভাল লাগলো।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২
বিজন রয় বলেছেন: অসাধারণ সব কথা।
আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।