![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি সেইজন যে, তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াধারি।
৫) নবি করিম (স.) বলেছেন : ‘যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতাল কুরসী পড়ে, মহান আল্লাহ্ তাকে রক্ষার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করেন যাতে সে সুস্থ অবস্থায় সকালে পৌঁছায়’ (বা জাগ্রত হয়)। (তাফসিরে মিনহাজুস সাদিকীন, খণ্ড ২, পৃ. ৯২)
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: এটা খুবই হাস্যকর যে কেউ কোন কিছু না বুঝেই "হাস্যকর কথা" বলে মন্তব্য করে।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
যোগী বলেছেন: খুবই ভালো একটা আমল। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
হািলম মামা বলেছেন: Brother "Dishar", hope u are not muslim. If u than try it !! If u are not than U should try it every night for one month. And see if any change.
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
দিশার বলেছেন: ভাই কোনো কন্ট্রোল এনভায়রনমেন্ট য়ে , রিপিট করা যায়, এমন কোনো ক্লেম এটা না, তাই হাস্যকর
আমি আয়তুল কুরসী পরে কখনই ঘুমায় নাই।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
সীমানা ছাড়িয়ে বলেছেন: @দিশারঃ আপনি যেহেতু আয়াতুল কুরসী পড়েন না বা পড়তে চান না, তাই এই বিষয় নিয়ে আপনার কমেন্টও করা উচিত না।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
দিশার বলেছেন: আপনি সিগারেট না খেয়ে, যদি সিগারেট কে, , হাস্যকর কাজ, ক্ষতিকর , ইত্যাদি বলতে পারেন, বা সিগারেট খাবার সমলোচনা করতে পারেন , তাইলে আমি কেন পারব না ?
ফ্রিডম অফ স্পিচ আমার , আপনার সবার .
বাকসাধীনতা .
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
জননেতা বলেছেন: @দিশারঃ আপনি যেহেতু আয়াতুল কুরসী পড়েন না বা পড়তে চান না, তাই এই বিষয় নিয়ে আপনার কমেন্টও করা উচিত না।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
জননেতা বলেছেন: @দিশারঃ সিগারেট এর সাথে আয়াতাল কুরসীর কি মিন পেলেন ব্যাখ্যা করেন???
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: @দিশারঃ আপনি তাহলে ফ্রিডম অব স্পিচের মানেই বুঝেন না। পাগলের সাথে তর্ক করার কোন মানে হয় না। ভাল থাকেন।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
মশিকুর বলেছেন:
আপনি যদি প্রতিদিন ১০০ বার বলেন “খুন করব, খুন করব”, তাহলে ১ দিন আপনি ঠিকই খুন করবেন। ভাই দিশার আপনি যে ধর্মের অনুসারী, সে ধর্মের ভাল জিনিষ গুলো অন্তরে ধারন করে প্রতিদিন মনেমনে বলতে থাকুন, দেখবেন আপনি এমনি এমনিই ভাল কাজ করতে থাকবেন। এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা, হাসা শেষ হলে একটু চিন্তা করবেন আশাকরি।
লেখকে বলি ভাই বাংলা অনুবাদটা না হয় যোগ করে দিতেন। ১ বার আন্তত পরতে পারতাম।
ধন্যবাদ ।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
দিশার বলেছেন: @জননেতা , ভাই আমি অধম, তাই আপনে, ফ্রিডোম অফ স্পিচ এর মানে বুঝায়ে দেন।
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
জননেতা বলেছেন: @দিশার ঃ
ফ্রিডোম অফ স্পিচ মানে কোন ধরমিও বিষয়ে বিরূপ মন্তব করা না।
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
রাজীব বলেছেন: দিশার আপনি নাস্তিক হতে পারেন কিন্তু মৃত্যুর পরে আস্তিক হতে হবে।
১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
দিশার বলেছেন: @জননেতা এই ডেফিনেশন কথা থেকে পেলেন !!
@ রাজীব . ইউ কান্ট প্রুভ দ্যাট
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
না তুমি না আমি বলেছেন: দিশার ভাইজান, পোষ্টটিতে হাসির কথা কি পাইলেন যদি একটু ব্যাখ্যা করেন তবে আমরাও একটু হাসতে পারতাম।
আপনের হাসি পাচ্ছে কেন? না পিছলাইয়া সরাসরি উত্তর দিলে সবাই উপকৃত হইতাম।
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
দিশার বলেছেন: ভাই কোনো কন্ট্রোল এনভায়রনমেন্ট য়ে , রিপিট করা যায়, এমন কোনো ক্লেম এটা না, তাই হাস্যকর
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
িলয়া বলেছেন: @ mushikur Allah! There is no God save Him, the Alive, the Eternal. Neither slumber nor sleep overtaketh Him. Unto Him belongeth whatsoever is in the heavens and whatsoever is in the earth. Who is he that intercedeth with Him save by His leave? He knoweth that which is in front of them and that which is behind them, while they encompass nothing of His knowledge save what He will. His throne includeth the heavens and the earth, and He is never weary of preserving them. He is the Sublime, the Tremendous.......vain Bangladesh translation pelamna...englishtai dilam.
১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
মুনতাসির মুহাম্মদ হামিদ সজীব বলেছেন: আমাদের সকলকেই আমল করার তাওফিক দান করুন, আমীন
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
রাজীব বলেছেন: ভাই দিশার আই ক্যান প্রুফ দ্যাট।
মৃত্যুর পর আপনার লাশ কবরে, শশ্মানে বা গির্হায় যাবে। ধার্মিকদের মত।
কারন আমাদের আইন অনুযায়ই আপনি একজন ধার্মিক লোক। বিশ্বাস না হয় দেখান আপনার আইডি কার্ড -এ আপনার ধর্মিয় পরিচয় লেখা আছে। সেখানে নাস্তিক লেখার কোন চান্স নেই।
২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০
দিশার বলেছেন: @রাজীব আপনের লজিক এর গরু ঘাস খেয়ে চলে গেসে!! হাহা মরার পরে, পুতে ফেলবে লাশ, না পুরাবে এতে আমার বিসসাস এর সাথে কি সম্পর্ক? ID কার্ড য়ে এখন ধর্মের জায়গায় অন্যান্য লেখার বেবস্থা সারা দুনিয়া তে আসে, উন্নত দেশে id কার্ড যে ধর্ম লেখা থাকে না . লজিক তো তালেবুল আলম দের মত দেখা যায় আপনের।
২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪
ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: দিশার ভাই
আপনি তো ভালই স্বার্থপর দেখি, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। আপনি নিজের জন্য দোয়া না করেন, আপনার জন্য কি কেউ দোয়া করে? আপনার মা, বাবা? তারা যদি ধর্মপ্রাণ হয়ে থাকেন, তাদের সম্মানার্থে আপনার ধর্ম নিয়ে কটুক্তি করা উচিত নয়।
আল্লাহ আপনাকে সুপথে যাওয়ার সুযোগ দিন, আমিন
২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০
দিশার বলেছেন: @ ফরটি , ভাই এয়দা কি বললেন বুঝলাম না .
আচ্ছা , আল্লাহর ফেরেস্তা কেন পাঠানো লাগবে একটা, আল্লাহ ইচ্ছা করলে তো আয়তুল কুরসী পরা লোকের কিছু হবে না আর!
২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাই
আপনার আরেক ভাই নাস্তিক ছিল, কিন্তু তাকে তো ধর্মীয় কায়দায় সম্মান দিয়ে জানাজা পরিয়ে দাফন করা হয়েছে। তার নাস্তিকতার জন্য তার মা বাবা তার জন্য দোয়া মাগফেরাত কামনা করা বন্ধ করেনি। আপনার মা বাবা এর ব্যাতিক্রম কেন হবে?
আপনি দয়া করে ইসলামকে আক্রমন করা বাদ দিয়ে নিজের জীবন নিয়ে চিন্তা করুন, দুদিনের জীবনে আপনি আল্লাহর নামে বাজে কথা বলে কাকে খুশি করবেন? আপনার কথায় আপনার মা বাবা ভাই বোন কেউ নাষ্তিক হবে না। রাজীবের বাবা পর্যন্ত জানতো না যে তার ছেলে নাস্তিক, আপনার মা বাবাকে যা মন খুলে বলতে পারেন না, সেগুলো কেন ব্লগে এসে বলেন??
আল্লাহ আপনাকে সুবুদ্ধি ও সুপথের সন্ধান দিক, আমিন
২৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১৫
হায়দার আলী বলেছেন: ধন্যবাদ । আমার কটু কথা বলার অভ্যাস নয়।
২৭| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: দিশার একটা সাম্প্রদায়িক লোক এবং মানসিকভাবে অসুস্থ। জামাতের ছাগুদের সাথে তার কোন পার্থক্য নাই। দুই পক্ষই ধর্মকে ব্যবহার করে। দুই পক্ষই পুরা ব্রেইন ওয়াশড। পার্থক্য হল একপক্ষ ধর্মকে ডাল হিসেবে ব্যবহার করে আর দিশার শ্রেনীয় আরেক পক্ষ ধর্মকে ব্যবহার করে বিদ্বেষ ছড়ানোর জন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
দিশার বলেছেন: হাস্যকর কথা .