নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান ! সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি । কিন্তু স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে গেলেও এখনও আমরা হিরক রাজার দেশেই বাস করছি । গত ৪.০২.২০১৩ তারিখ মতিঝিলে হঠাৎ করেই জামাত শো ডাউন করলো পুলিশের পাহারায় সমাবেশ করার পর পুলিশকে ফুল দিল । যে জামাতের গুন্ডারা পুলিশকে লক্ষ্য করে ইট,পাটকেল মারছিল তাদেরকেই পুলিশ পাহারা দিয়ে সমাবেশ করতে দিলো কার নির্দেশে? সেই নির্দেশ দাতাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না । সরকারী দলের এমপি,মন্ত্রীদের মধ্যে ও এ নিয়ে বিরোধ চলছে । বিএপি বসে বসে মজা দেখছে । কোথাও পাওয়া যাচ্ছে না স্বরাস্ট্র মন্ত্রীকে ? হঠাৎ করে পুলিশের এ মহানুভবতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে। আর এ ঘটনার ঠিক একদিন পরেই কসাই কাদের মোল্লার রায় হলো । কি আশ্চয পাচটি মামলায় তার বিরুদ্ধে আপরাধ প্রমাণিত হলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না। কেন হলো না? কেন হলো না? কেন হলো না? কেন হলো না? দু‘টি ঘটনার মধ্যে কি কোন মিল রয়েছে ? আছে কি কোন রাজনৈতিক চক্রান্ত? আছে অবশ্যই আছে ।
বাংলায় একটি প্রবাদ আছে সাতশো ইদুর মেরে বিড়াল যায় হজে । জামাত কি আওয়ামীলীগের সঙ্গে হ্বজের যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে । কিন্তু শেখ হাসিনাকে মনে রাখা উচিত জনগন এখন আর বোকা নয় । তারা জাগতে শুরু করছে । আন্দোলন শুরু হয়েছে মাত্র, সব পুড়িয়ে শেষ করে না দেওয়া পর্যন্ত তা শেষ হবে না । জাগো ভাইয়েরা যাগো । মুক্তির আশায় যাগো । সবাই বলো দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান ।
©somewhere in net ltd.