নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

তাদের অপরাধ কোথায় ? কেন এ নির্যাতন ?

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

তাদের অপরাধ তারা ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন নিয়ে কথা বলেছে, তাদের অপরাধ তারা ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে প্রতিবাদ করেছে, তাদের অপরাধ তারা পুন:রায় পরীক্ষার দাবী করেছে । তাদের অপরাধ তারা ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে নেওয়া পরীক্ষা বাতিলের দাবি করেছে । তাহলে কি তারা এসব মেনে নিলে অপরাধী হতো না ? কেন তাদের উপর নির্যাতন করা হচ্ছে । কাদের হুকুম তামিল করতে পুলিশ এভাবে লাঠি চালাচ্ছে ?

আড়ালে থেকে হুকুম দাতারা কি প্রশ্ন পত্র ফাঁসের সঙ্গে জড়িত ? যেহেতু প্রশ্ন পত্র ফাঁস হয়েছে সেহেতু সংশ্লিল্ঠ মন্ত্রণালয়গুলোর উচিত নতুন করে পরীক্ষার নেওয়ার নিদেশ দেওয়া । দোষীদের বিচারের সন্মক্ষিন করা । তা না করে উল্টো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর নির্যাতন তাদের লাঠি পেটা করে গ্রেফতার করা কিছুতেই মেনে নেওয়া যায় না । এটা সমর্থন যোগ্য নয় । কারা আড়ালে বসে কলকাঠি নেড়ে সরকারের ভাব মূর্তি নষ্ট করতে চাইছে সেটা এখুনি বের করতে হবে । গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি ।

হা ঠিকই ধরেছেন আমি তাদের কথা বলছি , মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সেই পরীক্ষা বাতিল ও পুনরায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে গত কয়েক দিন ধরে যারা বিক্ষোভ করে চলছে নির্যাতনের শিকার হচ্ছেন ।

এমনিতেই দেশের শিক্ষার যে করুন অবস্থা তাতে এ শিক্ষাথিরা দেশের শিক্ষআ ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলে বিদেশে পারি জমাবে । মেধার সঙ্গে সঙ্গে পাচার হবে অর্থ । একেই বলে নিজের দেশের পায়ে কুড়াল মারা । ভেবে অবাক হই কোন গ্রহের প্রাণী আমাদের দেশের নেতা-নেত্রীরা তাদের কি কোন কিছুতেই হুশ হবে না ? দেশের মঙ্গল জনগনের মঙ্গল ওনারা আর কবে বুঝবেন ?

এ দেশে বড় বড় সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা । তাদের উপর জুলুম অন্যায় কম হয়নি । কিন্তু কেউ বাচতে পারেনি । অন্যায় ইস্যুগুলোতে সরকারকে জড়িয়ে ফেলার একটা চেষ্টা সব সময় লক্ষ্য করা যাচ্ছে । এদের অবিলম্বে চিন্থিত করা দরকার । তা না হলে এরা সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.