নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
আমার ব্লগে অনেকেই প্রশ্ন করেছে আমি কোন ধর্ম অনুসরণ করি । আমি তাদের বলছি । আমি সেই ধর্মের অনুসরণ করি যে ধর্ম আমার বিবেকে জাগ্রত করেছে । মানুষকে ভাল বাসতে শিখিয়েছে । হিংসা বিধেয় ভুলে যেতে বলেছে । উশৃঙ্খল জীবন যাপন করতে নিষেধ করেছে । নারীকে পণ্য বা নারীকে নির্যাতন করতে নিষেধ করেছে । মানুষের অধিকার নিশ্চিত করেছে । নর হত্যা মহাপাপ ঘোষুন করেছে ।
শিশুদের অধিকার নিশ্চিত করেছে । অধীনস্থদের অধিকার, প্রতিবেশীদের হক, পিতা মাতার হক নিশ্চিত করেছে । এসব করেছে আমার স্রষ্টা । আমি এগুলো শুধু পড়ি ই না বিশ্বাস করি এবং পালন করি ।
তাই আমার আর তোমাদের ধর্মের খোলসটা এক হলেও সেটা এক ধম নয় । আমার আর তোমাদের আল্লাহ ও তাই এক নয় , যদি হতো তা হলে এদেশে একটা ও হত্যা বা খুন হতো না । কোন সন্তান পিতা হারা হতো না , স্বামী হারা হতো না , মায়ের বুক খালি হতো না । কেউ না খেয়ে থাকতো না । কেউ প্রতিবেশির হক আদায় না করে হজে গিয়ে খোদাকে পাওয়ার চেষ্টা করতো না । আশা করি জ্ঞানীদের বুঝতে বাকি নেই আমি কোন ধর্মের অনুসরন করি ।
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
বুনিয়াদি ভ্রমঘাতিকা বলেছেন: খুন করলো মানুষ আর আপনি আঙ্গুল তুললেন আল্লাহর দিকে ?
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আল্লাহর ইশারা ছাড়া কি হয় বলুন ? গাছের পাতা ও তো নড়ে না ...........নাকি এটা বিশ্বাস করেন না ?
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
আমি মিন্টু বলেছেন: অসাধারন লাগলো কথাগুলো ।