নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ভাইবার, হোযাটস আপস বন্ধ হয়নি, সরকার বন্ধ করতে পারেনি অদক্ষতার কারণ ........

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

অযোগ্য, অদক্ষ লোক নিয়োগ দিলে যা হয় আর কি ! সরকার বলছে, যে ভাইবার,হোয়াটস আপস বন্ধ করে দিয়েছে কিন্তু আমি হাসি মনের সুখে কারণ, সরকার মিথ্যা বলছে .....কেননা তাদের বলা উচিত ছিল আমরা চেষ্টা করছি ভাইবার,হোয়াটস আপস বন্ধ করার । কিন্তু বন্ধ করতে পারছি না ।

ফেসবুক বন্ধ করা যতো সহজ ভাইবার বন্ধ করা এতো সহজ না । কেননা , এই আপসটি ডেক্সটপ পিসি বেইজ না । এটি একটি মোবাইল আপস । তাই রাউটারের ঢুকে বন্ধ করে দিলেই বন্ধ হয়ে যাবে না । এই জন্য চাই দক্ষতা । যাদের জন্য এটি বন্ধ করার ঘোষুন দেওয়া হয়েছে তারা ঠিকই এটি ব্যবহার করছে । যারা পুরো সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা কি আর টাকা বাঁচাবার চিন্তা করবে ? করবে না । তারা মোবাইলের মাধ্যমে ও সন্ত্রাস করতে পারে । সরকারের উচিত জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ করা জনগণকে বিচ্ছিন্ন করে নয় ।

রাজাকারদের ফাঁসি চাই । তাই বলে কি জাতীকে কষ্ট দিয়ে ? না, সেটা ঠিক নয় । সেটা উচিত ও না । ফেসবুক,ভাইবার হোয়াটস আপস এর মাধ্যমে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে , পড়াশুনা হচ্ছে, প্রেম হচ্ছে সেগুলো ও বিবেচনায় আনা উচিত ছিল । একজন আইটি প্রফেশনাল হিসাবে বলছি .......হে রাষ্ট্র তুমি ভাইবার পুরোপুরি বন্ধ করতে পারনি । সেটি চালু আছে । কিভাবে পুরোপুরি বন্ধ করতে হবে সেটি আমি জানি, হয়তো তোমরা তা জান না তাই পারো নাই । লোকগুলোর কাজ দেখে হাসি পায় , সরকারী চাকুরী আর আরাম আয়েশে থেকে শুধু হুকুম দিয়েই কাজ হয় না , এর জন্য চাই জ্ঞান আর প্রজ্ঞা ...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.