নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

আমি সত্যি সত্যি তারানা হালিমের অপসারণ চাইছি, কেননা উনি দেশে মিথ্যে আতন্ক সৃষ্টি করেছেন এবং সমগ্র বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

তারানা হালিম দেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী । তিনি দায়িত্ব নেবার পর বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন । ওনার দুটি পদক্ষেপ এরই মধ্যে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে । একটি হল মোবাইল এর সিম নিবন্ধন অন্য হল ফেসবুক,টুইটার,ভাইবারসহ সহ বেশ কয়েকটি সোশ্যাল কমিউনিকেশন অ্যাপস বন্ধ করে দেওয়া । ভাইবার,টুইটার,টাংগ এগুলো ধনীদের ব্যবহার্য অ্যাপস । ধনীদের বলছি এই কারণে যে, সবাই এগুলো ব্যবহার করে না । কিন্তু ফেসবুক হচ্ছে, আমজনতার জিনিষ । আবাল বনিতা সবাই ব্যবহার করে । বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ খরচ হয় ফেসবুকের পেছনে । অনলাইন শপিং থেকে লেখাপড়া,প্রেম ভালবাসা,যোগাযোগ,রাজনৈতিক আলোচনা- সমালোচনা,গল্প-কবিতা সব চলে ফেসবুকের মাধ্যমে । ফেসবুক হয়ে গেছে তিন বেলা খাদ্য গ্রহণের মতো । সবকিছুতে ফেসবুক অন্য এক মাত্রা নিয়ে এসেছে । অবস্থা এমন খাবার না হলে চলে কিন্তু ফেসবুক না হলে চলে না । এটা সবাই স্বীকার করবেন ।

সাকা-মোজাহিদের রায় কার্যকরের সময় নিরাপত্তার দোহাই দিয়ে সারা দেশে একযোগে ইন্টারনেট,ফেসবুক,টুইটার,ভাইবারসহ সহ বেশ কয়েকটি সোশ্যাল কমিউনিকেশন অ্যাপসগুলো কোন রকম ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় । হুট করেই দেশের ব্যবসা বাণিজ্য সহ যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পরে । হঠাত করে ইন্টারনেট না থাকায় সারা দেশে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয় । আইটিতে যারা কাজ করেন তাদের মধ্যে দৈড়ঝাপ পরে যায় । এ সময় অনেক প্রতিষ্ঠান ব্যবসায়িক ক্ষতির সন্মুখিন হয় । টেলিভিশন চ্যানেলগুলোর কল্যাণে মানুষ ধীরে ধীরে ব্যাপারটা জানতে পারে । এবং দেশের কথা ভেবে মেনেও নেয় । কেননা ছাগলের তিন নম্বর বাচ্চার যেমন কিছু করার নেই । ঠিক তেমনি, দেশের জনগণের অবস্থাও এখন তেমনি সব কিছু মেনে নেওয়া ছাড়া কোন উপায় নেই । এগুলো বন্ধ করার পেছনে যুক্তি হিসাবে দেখানো হয়েছে দেশের মানুষের জীবনের নিরাপত্তা । মানুষের নিরাপত্তা কথার উপর তোর আর কোন কথা চলে না ।

এ পর্যন্ত হলে ঠিক ছিল । তারানা হালিমের যুক্তি ছিল সাকা-মোজাহিদের রায় কার্যকরের পর জামাতের লোকেরা ফেসবুক,টুইটার,ভাইবার ব্যবহার করে দেশে হামলা চালাবে । মানুষ হত্যা করবে । গুজব ছড়াবে । এ পর্যন্ত ও মেনে নিলাম । কেননা, মন্ত্রীর চারপাশে যার আছেন তারাই মন্ত্রীকে এসব বুঝিয়েছেন । আর মন্ত্রী নিশ্চয় তার হাই-কমান্ডকে ও তাই বুঝিয়েছেন । হাই-কমান্ড নীল সংকেত দিলে তিনি বিটিসিএলকে লাল সংকেত দিয়ে সব বন্ধ করে দিয়েছেন । (এমন টাই তারানা হালিম ভাবছেন ) । এ পর্যন্ত হলেও এ লেখাটা লিখতাম না । কিন্তু গত দু দিন আগে "তারানা হালিম নিজের শাস্তি চান" এমন একটি লেখা নিউজ পোর্টালগুলোতে খুব ঘুর পাক খাচ্ছে । লেখাটি আমি পড়েছি , সেখানে তারানা হালিম - একজন সাধারণ মানুষ হিসাবে নিরাপত্তার জন্য এসব বন্ধ করার পেছনে যুক্তি দেখিয়েছেন । অন্যদিকে একজন মন্ত্রী হিসাবে তৃপ্তির ঢেকুর তুলেছেন ।

ম্যাডাম আমিও আপনার অপসারণসহ শাস্তি চাই । কেননা আপনি দেশে মিথ্যা আতঙ্ক সৃষ্টি করেছেন । এর ফলে শুধু দেশে নয় সমগ্র বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে । দেশে বিদেশে মানুষ আতন্কগ্রস্থ হয়েছে, ভয় পেয়েছে । দেশে-বিদেশের মিডিয়ায় স্বাধীনতা বিরোধীরা গুরুত্ব পেয়েছে । বিদেশিরা ভাবছে, বাংলাদেশের স্বৈরশাসন চলছে আর বিরোধী দলের নেতাদের সরকার ফাসি দিচ্ছে । সত্য ঢাকতেই সরকার সোশালমিডায়া বন্ধ করেছে । এমনটা আপনার জন্য ভাবছে । আপনার অজ্ঞতা,মূর্খতা এর জন্য দায়ী ।

আপনি খুব সম্ভব যে পদটিতে আছেন সেটির মূল্য বুঝতে পারেননি অথবা আইটি বুঝেন না । অন্যের কথায় চলেন । আপনি আপনার লেখায় বলেছেন, দেশের জনগণের নিরাপত্তার জন্য দেশে,আর্মি,র‍্যাব,পুলিশসহ নানা বাহিনী রয়েছে একটি সরকার রয়েছে । কিন্তু আপনার লেখা পড়ে এবং কার্যকলাপ দেখে মনে হচ্ছে আপনি একাই নিজের কাঁধে জাতির নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছেন আর সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ।

মাননীয় মন্ত্রী, আপনি আপনার শাস্তি চেয়ে আসলে পুরস্কার চেয়েছেন । নিজের ঢোল নিজে বাজিয়েছেন । কিন্তু আমি সত্যি সত্যি আপনার অপসারণ চাইছি । কেননা আপনি সম্পূর্ণ অজ্ঞ এবং অদক্ষ একজন মন্ত্রী । আপনি যেসব অ্যাপস গুলো বন্ধ করেছেন, বলে তৃপ্তির ঢেকুর তুলছেন, সেগুলো সব চালু রয়েছে । আপনি ফেসবুক, ভাইবার.টুইটার বন্ধ করতে পারেননি । এই বন্ধ করতে না পারা হচ্ছে আপনার ব্যর্থতা । এগুলো বন্ধ করেছেন, বলে তৃপ্তির যে ঢেকুর তুলছেন, তা হচ্ছে আপনার অদক্ষতা । দেশে আতঙ্ক সৃষ্টি করার জন্য আপনার অপসারণ হওয়া উচিত । আপনার মন্ত্রিত্বের বয়স ছয় মাস হয়েছে কিন্তু বলতে পারবো না কিন্তু আপনার কথা বার্তায় মনে হয় আপনি কয়েক যুগ ধরে মন্ত্রী । দেশকে ডিজিটাল করার পেছনে যে সব মন্ত্রী আর মাথা কাজ করছে তাদেরকে আপনি এক ঝটকায়ে পেছনে ফেলে দিতে চাইছেন । এমনকি প্রধানমন্ত্রী পুত্র জয়ের অবদানকেও ।

এখন শুনছি ফেসবুকের সঙ্গে চুক্তি করবেন, কি হাস্যকর প্রস্তাব আর কথাবার্তা । কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনার পরিকল্পনাও করছেন নিশ্চয় । আমি আপনাকে একটি ফ্রি উপদেশ দিতে পারি , সেটি হল , ফেসবুকের সঙ্গে নয় চুক্তি যদি করতে হয় সেটি করতে হবে ইসরাইলের সঙ্গে । কেননা এই অ্যাপসগুলো স্থায়িভাবে বন্ধ করার প্রযুক্তি তারা আবিষ্কার করে ফেলেছে । আর আপনি তো নিশ্চয় জানেন ভাইবার কিন্তু তাদেরই তৈরি ।

যেহেতু ফেসবুক সহ অন্যান্য অ্যাপসগুলো বন্ধ করতে পারেন নি, তাই বলবো - জামাতের সন্ত্রাসীরা এগুলো এখনও ব্যবহার করছে কিন্তু তবুও তারা দেশে কোন অরাজকতার সৃষ্টি করতে পারেনি । কেননা এ দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায় । ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে । ফেসবুক যেহেতু বন্ধ না তাই এটা খুলে দেবার জন্যও অনুরোধ করার প্রয়োজন ও দেখিনা । শুধু দেশের মানুষের মধ্যে আতন্ক সৃষ্টি না করার জন্য অনুরোধ করছি । সন্ত্রাসীরা আছে থাকবে এবং তাদের প্রতিহত ও করা হবে । কোন সন্ত্রাসীই ছাড় পাবে না । কিন্তু আপনি রাস্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কচু দেখাচ্ছেন । তাই আপনার এখনই অপসারণ দরকার ।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

অতঃপর হৃদয় বলেছেন: আপনি আর আমি চাইলেই যদি হত তাহলে এত দিনে বাংলাদেশ শান্তিময় দেশ হয়ে যেত.!!!!!!!!

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একদিন বাংলাদেশ শান্তিময় দেশ হবে আশা করতে দোষ নাই ,

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

মুসাফির মানুস বলেছেন: ভাই খুব। ভাল লিখেছেন।।
আমিও সহমত

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ; আমি কি হনুরে অবস্থায় আছেন উনি এখন .।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

লুৎফুল ইসলাম বলেছেন: কথা সত্য।আমিও সহমত।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আইন ও অভিনয় জগতের মানুষকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করার আইডিয়া যার মাথায় এসেছে আসল দায় তারই।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেটি তো বলতে পারি না , তাহলে যে লেজ টানতে গিয়ে মাথা চলে আসবে ।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

মুজিব রহমান বলেছেন: ববিতার সাথে শামসুর রাহমান টিভিতে হুমায়ুন আজাদ বলেছিলেন, শামসুর রাহমান জানে না কাকে নিয়ে পর্দায় যেতে হবে আর কানে নিয়ে শয্যায় যেতে হবে। হুমায়ুন আজাদ আজকের প্রেক্ষিতে মজার কিছু বলতেন যদি বেঁচে থাকতেন।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুণ বলেছেন তো .....।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

আমি হনুমান বলেছেন: ফেসবুক বন করছে মাগার স্কাইপ/হোয়াটসঅ্যাপ বন কেলা
ফেসবুক বন করার খেসারত হিসেবে মোবাইল এর ভয়েস কল রেট প্রায় ডাবল করছে সব কোম্পানি ..
আমগো পকেট কাটার পয়সার ভাগ কে পা্য় জাতি জানতে ছায়...।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিষয়টা মাথায় ছিল কিন্তু লেখার সময় মাথায় আসেনি ..........ধন্যবাদ স্মরন করে দেওয়ার জন্য ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

স্টেনটোরিয়ান বলেছেন: ফেসবুক ব্যবহার করে অপপ্রচার করা হয় তা ঠিক। সে জন্য ফাসি কার্যকরের দিন বন্ধ রেখেছিল সেটার যুক্তি আছে। কিন্তু এতদিন পরেও সেটা বন্ধ থাকার পেছনে কোন যুক্তি নেই। ফেসবুকে অপপ্রচার চালনার পাশাপাশি সরকারের সমালোচনাও করা হয়। সেই সব সমালোচকদের সাইজ করার জন্য ফেসবুক থেকে তাদের তথ্য নেয়া প্রয়োজন। কিন্তু তারা তা দিতে বাধ্য না। সেটা নিয়ে দর কষাকষি চলছে। তাই সব বন্ধ (!) আমাদের কোটি টাকার আইটি এক্সপার্টরা বসে বসে ছিড়ছে। আমরা দুইটাকার আনএক্সপার্টরা কিন্তু ঠিকই সব চালাচ্ছি।
আমার মতে কিছু ফইন্নির পুতরা ইন্টারনেট অপব্যবহার করে ! তাদের ইন্টারনেট ব্যবহার বন্ধ করতে হবে। ন্যাশনাল আইডি/পাসপোর্ট ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যেন না যায় সেই ব্যবস্থা করতে হবে।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ।
ভাই; ইন্টারনেট ব্যবহারের জন্য আইডি বা ন্যাশনাল আইডি কাডের প্রয়োজন নেই । ইন্টারনেট কে, কোন আইপি দিয়ে চালাচ্ছে তা গ্রেইটওয়ে আর ম্যাক আইপি দিয়ে অতি সহজেই বের করে ফেলা যায় । আইপি লুকিয়ে রাখা যায় না বস । যারা সন্ত্রাস করে তারা ইচ্ছে করলে মোবাইল ব্যবহার করে ও তা করতে পারে । মূল কথা হচ্ছে যা করবে তা জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে বিচ্ছিন্ন করে নয় । আমাকে দায়িত্ব দেন আমি এসব আপসগুলো ব্যবহার বন্ধ করে দিতে পারি । কেউ ব্যবহার করতে পারবে না । কিন্তু সরকারের হাই প্রোফাইল ইঞ্জিনিয়াররা তা পারছে না । সত্যি ই হাস্যকর ।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ লিখেছেন । অদক্ষ মন্ত্রী প্রতিমন্ত্রী আমাদের দেশের সরকার থেকে মনে হয় কখনো নির্মূল হবে না ।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হাতি ঘোড়া গেল তল
হালিম আপা বলে কত জল ..

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

আখেনাটেন বলেছেন: হালিমা আফারে একা দোষ দিয়ে লাভ নেই। উনি উনার গড মাদারের কাছ থেকে সংকেত পেয়েই এসব করছেন। উনাকে জাষ্ট সামনে রাখা হয়েছে। বন্ধ করার কয়দিন আগে পরিস্থান বা কোয়েকাফের শিরোমণির ইন্টারনেট বিষয়ক ভাষ্য শোনেন নি। গায়েবি সেই আওয়াজ পেয়েই তো এই নজরানা। কিন্তু একবারের জন্যও ভেবে দেখছে না এতে জংগিদের কি ক্ষতি। জংগিদের এরা বাচ্চা মনে করে। আপসুস্।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । ভাই চাইলেই তো সব বলা যায় না । গ্রেফতার হলে এড়াবো কি ভাবে ?

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

ঢংপাটি বলেছেন: ভাল চিন্তা করার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে।

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কি করবো বলেন, ভাল মধ্যে থাকলে তো ভাল চিন্তা আসে ভাই

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

সপ্ন বালক বলেছেন: রস্যময় শাসন ব্যবস্থা। এইধরনের চিন্তাভাবনা করা মানুষদের নিয়া নাকি বাংলাদেশ উন্নত দেশের কাতারে যাইবে! যেমন জনগণ তেমন তার শাসক। রাস্তায় হক কথা কইলে গুন্ডা আর পুলিসের মাইর দেওন যায় কিন্তু ফেইসবুক, ব্লগে এই মাইর দেওন যায় না তাই বন্ধ। আর ভাইবার বন্ধ হিসাব সোজা। প্রবাসী ফোন কল এখন বৈধ ভিওআইপির মাধ্যমে তাই মোবাইল অপারেটরদেরো ইনকাম বাড়ছে। বন্ধ থাকার পেছনে খালি নিরাপত্তা ইস্যু না ব্যবসায়িক কিছু ইস্যুও আছে। ভাবতাছি কেউ না কেউ চোখে আজ্ঞুল দিয়া আমাগো দেখাইয়া দিবে সেই সকল কুটিল সমীকরণ।

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন বলেছেন ,ব্যবসায়িক কুটিল সমীকরণ নিয়ে লিখছি .........পোষ্ট দেবো ভাবছি , কিন্তু নিরাপত্তার কথা ভেবে ভয় ও পাচ্ছি ......পাছে না আবার এরেষ্ট করে ফেলে ।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সপ্ন বালক বলেছেন: লেখাটাকে তাই ধরি মাছ না ছুই পানি করে দেন। তাইলে নুন্যতম এরেস্টের হাত থাইকা বাচতে পারবেন। আশায় থাকলাম পোস্টের।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এটা ভাল বলেছেন, কিন্তু কিছুতেই কিছু হবে না ......শুধু রিকোয়েষ্ট এ্যরেস্ট হলে মুক্তি চেয়ে দুটো পোষ্ট দিয়েন :)

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

ধলা বিলাই বলেছেন: সহমত

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

বাংলার হাসান বলেছেন: বর্তমানে ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে বের হয়ে নাম লিখিয়েছে অনলাইন ব্যবসার সবচেয়ে বড় মার্কেট হিসেবে। এই বিষয়টি ভদ্র মহিলার মোটা মাথায় ঢুকবে বলে মনে হয় না।



বাই দ্য ওয়ে তারানা হালিম কিন্তু আমার ছুড়ু বেলার ক্র্যাশ, তারানা হালিমরে না পাইয়া মনের দুঃখে কলাবাগানে গিয়া মামা হালিম খাইতাম।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এটা কি করলেন ভাই, ন্যাশনাল ইস্যুর মধ্যে পারসোনাল ইস্যু ঢুকিয়ে দিলেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.