নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

জোছনার কবিতা (প্রাপ্ত বয়স্ক কবিতা)

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

- এ্যই, দেখি, দেখি, তোর পকেটে ওগুলো কি ?
- তোর শরীরে মাখব বলে জোছনা, এনেছি ;
দাড়া দেখাচ্ছি , এ্যই নে দেখ !
- ইস ! কি সুন্দর ! কোথায় পেলি ?
- অনেক কাল ধরে, একটু একটু করে জমিয়েছি ;
- দুষ্টামি নয়, বল না, বল না লঙ্খীটি, কোথায় পেলি ?
জোছনা ও পাওয়া যায় নাকি ?
- বললাম না জমিয়েছি ;
- ইস! কি সুন্দর ! আমাকে দিবি ?
- তোর জন্যই তো এনেছি !
- দে তবে, এই নে হাত পেতেছি ;
ওমা ! এ তো হাত গোলে যাচ্ছে পরে !
- ওরা তো হাতে থাকবে না পাগলি !
- তাহলে !
- শরীরে মেখে নিতে হবে , তবেই হাতে জমা হবে,
জামাটা একটু তোল, নাভিতে জোছনার ছবি একে দিচ্ছি ;
- ছি !!! দস্যু নাকি ?
- ঠিক আছে থাক তবে ! পকেটেই রাখি !
- কি পাগল ছেলে রে বাবা, পকেটে জোছনা নিয়ে ঘুরে !
- দে না সোনা, একটু দেখি ; একি পকেটে তুলে রাখলি নাকি !!
- ঠিক আছে, তুই চোখ বন্ধ কর ...এ্যই নে জামা তুলেছি !
- বোকা! চোখ বন্ধ থাকলে জোছনা মাখব আর কি ?
- ঠিক আছে, চোখ অল্প খুলে নে, তারপর ছবি আঁকিস ;
এই কি করিস! কি করিস ! ছাড়, ছাড়,পাগল নাকি !
- জোছনার আলোয় ছবি আঁকছি !
- উফ , কেমন যেন লাগছে !
ছাড় না পাগল পায়ে পরি ।
- যা ...সব গেল ..
- কি হল ? কি হল ?
- নড়লি কেন ?
- কেন, কি হল ?
- আগে বল, নড়লি কেন ?
- দেখি না কি হল ?
- জোছনাগুলো সব গড়িয়ে গড়িয়ে
তোর বুকের ভেতর ঢুকে গেল !
এখন কি করি ?
কতো দিন ধরে জমিয়েছি ;
এখন কি ভাবে বলি জামা খোল ...
আমি ডুবুরি সেজে জোছনা তুলি !
- লাগবে না , সর পাজি !
আমি সব জানি !
ওরা থাক তবে এভাবে
নীরবে নিভৃতে ;
আমার বুকের মাঝে ।
ঘুমিয়ে পর রাতও নেই যে আর বাকি ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: কথককবিতা :)ভাললাগল:)

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ, মন্তব্য পড়ে ভাল লাগল

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

আরণ্যক রাখাল বলেছেন: :) ভাল লাগছিল পড়তে

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

অতঃপর হৃদয় বলেছেন: বেশ.!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুশি হলাম ....

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

হাবীব আর রাহমান বলেছেন: আরেকটু দীর্ঘ হলে কী এমন হতো..?

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

আজিজার বলেছেন: আরেকটু দীর্ঘ হলে কী এমন হতো..? সহমত

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শেষ হয়েও হলো না শেষ আরকি , মন্তব্যের জন্য অনেকে অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.