নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

সতর্ক হও

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

ভালবাসার আগুন নিয়ে খেলো !
পুড়ে যাবে সব, সতর্ক হও;
কার শরীরের নোনা গন্ধে খোজ নেশা,ভাম !
আফিং, হেরোইনের চেয়েও সে মারাত্মক
গ্রাস করে ফেলবে সব
সতর্ক হও ।
হৃদপিণ্ডের চোরা গলিতে হাতরে দেখো
খোসে খোসে গেছে প্যালেসটার;
এখানে সেখানে পরে আছে ফসিল
তারা সবাই তার শিকার
সতর্ক হও !
তবু কোন ফসলের নেশায় চালাও লাঙ্গল ?
জন্ম থেকেই তুমি জমিন;
নির্দয় ভাবে চালায় যারা লাঙ্গল
তাদের ব্যাপারে বলছি ,
এখুনি সর্তক হও ।
ভালবাসার আগুন নিয়ে খেলো !
বুক পকেটে খুজে দেখো গোলাপ নিয়ে হাটছি;
কোমড়ের নিচে পাবে চাপা ফুলের গন্ধ !
তবুও কামুক মন তোমার ছুটে যায়
রাজ প্রাসাদে কিসের আশায় ?
সতর্ক হও , সতর্ক হও, সতর্ক হও

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ , কবিতার পাঠক খ্বুবই কম মন্তব্য করার পাঠক আরো কম ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

মাকড়সাঁ বলেছেন: অনেক ভাল লাগা আপনার কবিতায়।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

নামহীন ভবঘুরে বলেছেন: বিষয় নির্বাচনটা কেন জানি চসৎকার লাগল. । :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাল লাগার কথা জানাবার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.