নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

দস্যু ও লুটের কাব্য , সাবধানে থেকো মেয়ে (প্রাপ্ত বয়স্ক কবিতা)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

ভেবেছিলাম দস্যু সেজে
লুটে নেবো তোমার তনু-মন, দেহ, আয়ত চোখ
সব, সব ...তোমার নির্জন দুপুরগুলোতে আমিই
ডাকাত কিংবা মাঝ রাত্রিরে ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাবো অন্ধকারে !
হামলে পরবো বোকা প্রেমিকের মতো !
তুমি না না করেও শেষতক তুলে দেবে সব !
জোছনা দেখাবার লোভ দেখিয়ে তুলে নেবো আমার বজরায়, ঝুম বৃষ্টিতে ভেজাবো বলে
নিয়ে যাবো আরো নির্জনতায়, সবই কিন্তু লুটে নেবো বলে !
তুমি না না করেও শেষতক তুলে দেবে সব !
তোমার উরু,নিতম্ব,গিরিখাতে নেমে যাবো ছেনি হাতুড়ী সমেত ,
দেবীর আদলে সাজিয়ে লুটে নেবো সব কোন উড়ো চিঠি, সতর্কতা ছাড়াই ।
কিন্তু হায় ! হৃদপিণ্ডের ভাজ খুলে দেখি -
লুট হয়ে গেছি নিজেই বহু আগে ....
রাজ্যপাট, ঘর বাড়ি, দোকান,ভালবাসা সব গেছে
শুধু শরীর পরে ছিল ;
ভেবেছিলাম সেটা আর কে নেবে ,
ওমা ! তাও দেখি লুট হয়ে গেছে ..........
দেশে দস্যু বেড়েছে খুব আজকাল !
লুটে নেয় মুহূর্তে সব !
তাই সাবধানে থেকো মেয়ে !
কি ! আমিও সাবধানে থাকবো ?
আমার আর সাবধানে থেকে কি হবে ?
আমি তো লুট হয়ে গেছি সেই কবে ।
রাজ্যপাট, ঘর বাড়ি, দোকান,ভালবাসা সব গেছে .....

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

চাঁদগাজী বলেছেন:

ভালো কিছু লিখেছেন ভাবছেন?

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কবিতা আপনার জন্য নয় ......অন্য কিছু পড়ুন

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ কথামালায় সাজানো।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.