নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

আমাকে আর একটা আকাশ দাও

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

আমার একটা আকাশ চাই
আমাকে আর একটা আকাশ দাও ;
সবার সঙ্গে একই আকাশ ভাগ করে নিতে বড্ড কষ্ট আমার ;
অন্যরকম নীল,অন্যরকম বেগুনি, অন্যরকম কালো,লাল
হলেও আপত্তি নেই ।
আমায় আর একটা আকাশ দাও !
এ আকাশ ক্রমশ ঢেকে যাচ্ছে
ইট পাথর আর কংক্রিট ;
মৃত মানুষের গন্ধ সর্বত্র - চিল শকুনেরা মশগুল উৎসবে ।
আমার অন্য একটা আকাশ চাই !
অন্যরকম নীল,অন্যরকম বেগুনি, অন্যরকম কালো,লাল
হলেও আপত্তি নেই ।
আমায় আর একটা আকাশ দাও !
আমি তবে দিয়ে দেবো তোমায়
আমার দুপুর;
আমার সকাল;
আমার রাত্রি ;
আমার সবটুকু আনন্দ সমেত
আমার গোটা হৃদপিণ্ড ।
..........

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মাকড়সাঁ বলেছেন: আমার একটা আকাশ চাই

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যাক আপনিও তা হলে আমার দলে ............শুভকামনা রইল

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯

শুভ্র বিকেল বলেছেন: অসাধরণ চিন্তার প্রতিফলন।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যে জন্য , কবিতার পাঠক এমনিতেই কম আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

শুভ্র বিকেল বলেছেন: বেশি পাঠক নিয়ে সেলিব্রেটি হওয়ার চেয়ে লেখার মান নিয়ে সেলিব্রেটি হওয়া অনেক বেশি সুখকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.