নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

যীশুর ছবি বিকৃত করে জোম্বি বানানো হয়েছে "ভুত যীশু" ( আমেরিকান মুক্তমনার কান্ড )

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

আসছে ২৫ শে ডিসেম্বর খৃষ্টানদের সব চাইবে বড় ধর্মীয় উৎসব । দিনটি উপলক্ষে খৃষ্ট ধমালম্বীরা নানান উপকরণ দিয়ে তাদের গৃহসজ্জা করে থাকে । যীশু'র জন্ম ইতিহাস তাতে ফুটিয়ে তোলা হয় । কিন্তু এবার আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যে এক পরিবার যীশুকে জোম্বি বানিয়ে উপস্থাপন করেছেন । যারা যীশুকে ঈশ্বরের পুত্র হিসাবে মানেন তাদের মধ্যে এটা প্রচন্ড আঘাত করেছে । অন্যের মনে বা বিশ্বাসে আঘাত করা কোন দেশের আইনই সমর্থণ করে না । সেই পরিবারটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । কথা হচ্ছে আমাদের দেশে যারা ধর্মের অবমাননা করে তাদের শাস্তি হয় না কেন ? কেন তৃতীয় পক্ষকে খুন করা পযর্ন্ত সুযোগ দেওয়া হয় ?

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বড়দিনকে সামনে রেখে একটি পরিবার তাদের বাড়ির সামনে যীশুর জন্মের দৃশ্য যেভাবে উপস্থান করেছে তা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে । সিনসিনাটির ওই পরিবারটি যীশুর জন্মের ঘটনাটি কিছু ভাস্কর্য দিয়ে উপস্থাপন করা হয়েছে কিন্তু সবগুলো চরিত্রই বানানো হয়েছে ভূত বা জোমবি হিসেবে। জোম্বি মানে হচ্ছে এক ধরণের ভয়াল কাল্পনিক প্রাণী যাকে বলা যায় 'জীবন্ত হয়ে ওঠা' কোনো মানুষ বা প্রাণীর মৃতদেহ - যা জীবন্ত প্রাণীর মতোই হাঁটাচলা করে।জ্যাসেন ও আমান্ডা ডিক্সন যে জোম্বি যীশু দিয়ে তাদের বাড়ির সামনের দিকটা সাজিয়েছেন - তাতে যীশুকে দেখা যাচ্ছে ধারালো দাঁতওয়ালা একটি ভৌতিক প্রাণী হিসেবে - যার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে।যীশুর জন্ম সংবাদ শনে আগত জ্ঞানী লোকদেরও দেখা যাচ্ছে ভূত হিসেবে।স্থানীয় কাউন্সিল এ নিয়ে আপত্তি তুলেছে। ওই এলাকার খ্রীষ্টান সংগঠনগুলোও এর তীব্র নিন্দা করেছে।কিন্তু ডিক্সন দম্পতি তা উপেক্ষা করেছেন।তারা বলছেন, আমরা নাস্তিক নই। ফেসবুকে তারা তাদের এই কাজকে একটি অসাধারণ শিল্পকর্ম এবং পৃথিবীর প্রথম জোমবি যীশু বলে আখ্যায়িত করেছেন।তবে নিউইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে স্থানীয় স্কায়ামোর কাউন্সিলের আইন ভঙ্গ করার দায়ে তাদের ৫০০ ডলার জরিমানা হতে পারে ।

সূত্র : বিবিসি বাংলা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১

মাঘের নীল আকাশ বলেছেন: কোন কোপাকুপির খবর পেয়েছেন কি?

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শাস্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুনেছি তা না হলে গোলাগুলির শব্দও শুনতে হতে পারে । আমাদের দেশেও শাস্তির ব্যবস্থা নেওয়া হলে কোপাকোপি বন্ধ হয়ে যাবে ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: মাঘের নীল আকাশ
বলেছেন: কোন কোপাকুপির
খবর পেয়েছেন কি?

আমারও একই প্রশ্ন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শাস্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুনেছি তা না হলে গোলাগুলির শব্দও শুনতে হতে পারে । আমাদের দেশেও শাস্তির ব্যবস্থা নেওয়া হলে কোপাকোপি বন্ধ হয়ে যাবে । আপনার জন্যও এই একই জবাব :)

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

মিথুন আহমেদ বলেছেন: আমাদের দেশে শাস্তির ব্যবস্থা নেওয়া হলে কেউ কোপাইতো না।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সহমত ..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.