নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতা .........প্রাপ্ত বয়স্কদের জন্য ( টিনেজারেরাও পড়তে পারে লুকিয়ে )

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

অনেক সতর্ক এখন আমি
দাতে দাঁত চেপে আটকে রেখেছি নিজেকে
না, না কিছুতেই যাবো না,
কিছুতেই দেবো না সারা আর-
হায়, হ্যালো বলে ফেসবুক, টুইটারে
কিছুতেই বলবো না,
ভালবাসি,ভালবাসি এত্তোগুলি ভালবাসি ।
খুব হৃদকম্পন হচ্ছে আজকাল ;
ঘর-বাড়ি ইমারত ধসে যাওয়ার জন্য তা যথেষ্ট
মন হচ্ছে আস্ত আস্ত মাল গাড়ি টনকে টন বোঝা নিয়ে ছুটে যাচ্ছে বুকের ভেতর,
মন হচ্ছে, গলা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে হৃদপিণ্ড আমার
খুব কষ্ট হচ্ছে , কষ্ট হচ্ছে খুব খুব খুব ....
তবুও খুব সর্তক আমি
দাতে দাতে চেপে আটকে রেখেছি নিজেকে ।
ভালবাসা শেষ করে দিচ্ছে আজকাল আমায়
আমি আর আমাতে নেই,
সব কিছুতেই তুমি !
যেন তুমি ছাড়া জগতে আর কিছু নেই,
কিচ্ছু নেই ।
একি হচ্ছে আমার !
একি হচ্ছে !
নিজেকে নিজের কাছে অপরিচিতের ন্যায় লাগছে ।
সর্বক্ষণ যেন মন ও মননে তোমার আদলে কাউকে খুঁজছি
তবুও খুব সতর্ক এখন আমি ।
না, না কিছুতেই দেবো না সারা আর-
হায়,হ্যালো বলে ফেসবুক, টুইটারে ।
কিছুতেই বলবো না -
ভালবাসি, ভালবাসি এত্তোগুলি ভালবাসি ।


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.