নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ছেমরি

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

ছিঁড়া কাঁথায় শুইয়া শুইয়া
মশার কামড় খাই ;
বুঝিনা ছাই, মশা আমারে চিন্না নেয় ক্যামনে;
দেশের জেডিপি বাড়ছে -
লোকজনের হাতে কচকচে টাহা,
কেউ কেউ মাইয়া মানুষ নিয়া থ্রি ডি, ফোর ডি, বাইসকোপ দেখতে
মালোয়শিয়া, সিঙ্গাপুর যায় ।
আমি কিন্তু এহনও বেড়ার ফাঁক ফোকর দিয়া
ফকিন্নির প্রেম দেখি ;
ছাদের কার্নিশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাশের বাড়ির
জওয়ান ছেমরির বুক দেহি ।
ছেমরির বুক কচলানি দেখতে ভাললাগে
দেশের জেডিপি বাড়ছে -
মাইনসের হাতে কচকচে নোট ;
পান দোকানদার ছেমরিডারে মাগনা পান খাওয়ায়
ফ্রি হইলে আইতে ক'য় । আমি কিন্তু জানি ক্যান কয় ।
ছেমরির কিন্তু এক কথা, সৌদি যাইবো -
গায়ে গতরে মাংস থাকতে থাকতে টাকা
কামাইব । দেশে ঘর তুলতে হইবো । যোওয়ান দেইখা
বিয়া করবো আর একখান ।
দোকানদার কয়, আমিও তো তোরে টাকা দিতাছি -
ছেমরি চেইত্যা উঠে, ফকিন্নির পোলা ক'য় টাকা দিবি
তুই আমারে ?
দেশের উন্নতি হইছে খুব -
মাথার উপর দিয়া গাড়ি যায় -
নিচে গাড়ি খাদে পরে ।
ছেমরি যাইতে যাইতে ক'য় উপর দিয়া ফিটফাট
নীচ দিয়া সদরঘাট ।
আমি কিন্তু ছিড়া কাদায় শুইয়া শুইয়া
ছেড়িডার মতো ভাবি, বিদেশ যামু
ডলাম কামামু ।
মাইয়া মানুষ নিয়া থ্রি ডি, ফোর ডি বাইসকোপ দেখতে
মালোয়শিয়া, সিঙ্গাপুর যামু ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

প্রামানিক বলেছেন: বাস্তবতার নিরিখে কবিতা সুন্দর হইছে। ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

ফুয়াদ আল আবীর বলেছেন: আপনার কোবতে পড়তে শুরু করবার সাথে সাথে একটা মশা মাথার চারপাশ দিয়া ঘুরবার লাগছে...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এরাসোল ব্যবহার করুণ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.