নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

এহন ক\'দেহি "জয় বাংলা"

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

কল্লাডা ধইরা ফালাফালা কইরা ফেলা,
নেতা সাজার সাধ পেছন দিয়া ঢুকাইয়া দে ;
ক'তো বড় সাহস "জয় বাংলা" স্লোগান দেয় ।
খেতের আইলে দাঁড়াইয়া বড় মৃধা হাঁক ছাড়ে;
কল্লা অনেক আগেই ধর নেমে গেছে
রজ্জু মুন্সির বড় পুত সোলেমানের !

পোলাডার লাইগা ক্যামন জানি লাগে
ইস কতো রক্ত ! বড় মৃধার কথায় কামডা করা
মনে হয় ঠিক হইল না,
মোতালেবের মাথায় কিছুতেই ঢুকে না -
তরতাজা পোলাপানগুলা ক্যান "জয় বাংলা" "জয় বাংলা" কইরা
চিককৈইর পাড়ে ?
শিতের রাইতে কাঁথার ভিতরে না হাইন্ধা
বন বাদারে ঘুইরা মরে ।
গত শীতে তোর বাপে, বাজারের সবার সামনে আমারে গরু চোর কইছে ,
কইছে, আমি নাকি গম চোর মৃধা গো জুতা টানি -
মর হালার পুত !
এহন ক'দেহি "জয় বাংলা"....

এবার বর্ষা শেষে ;
শেফালির বিয়ার কথা পাকা ;
ছেলে শহরে চাকরী করে ১৬০০ টাহা বেতন পায়,
গায়ের রং একটু কালা,
কিন্তু তাতে কি ?
কথায় আছে, "সোনার আংটি বাঁকা ও ভালা" ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.