নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
কি তামশা !
এরশাদরে সক্কলে বলেন "স্বৈরাচার"
কিন্তু তারে নিয়া সরকার গঠন করে
গণতন্ত্র রক্ষা করতে কারোই লজ্জা লাগে না।
মিয়ার বেটার মতো, হুরমতি নষ্টা,ভ্রষ্টা
কিন্তু রাইতে তারে বিছানায় চাই।
ইচ্ছা হয় নূর হোসেন,মিলনরে
কবর থেইক্কা তুইলা জিঙ্ঘাই
শালার বেডারা কে কইছিলো প্রাণ দিতে ?
পোলাপানগুলা শোকে দু:খে পাথর হইয়া গেছে।
কেউ রাখেনা তাদের খোজ
রাজ ভোগ খায় শকুনে।
গণতন্ত্র কি গাছে ধরে?
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ মধ্যাহ্ন
২| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০০
ফাহিম আবু বলেছেন: "রাজ ভোগ খায় শকুনে।
গণতন্ত্র কি গাছে ধরে ++ -অসাধারণ লিখেছেন , ভাল লাগল !
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯
সাগর মাঝি বলেছেন: চমৎকার কবিতা।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ সাগর মাঝি
৪| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৬
জিয়ানা বলেছেন: ভাল বলেছেন!
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০
প্রামানিক বলেছেন: ভালই তো লিখছেন।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি তামশা !
অসাধারন প্রতিবাদী কবিতা! সকালটা সুন্দর হইয়া গেলু