নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
প্রতিদিন অফিসে আসার পথে
ফেরিওয়ালার হাতে জাতীয় পতাকা বেচতে দেখে আমি পুলকিত হই ...
ইচ্ছে করে তার সাথে একখান সেলফি তুলি
ইচ্ছে করে একখান পতাকা কিনে মাথায় জড়াই
ইচ্ছে করে একখান পতাকা কিনে বুকে জড়াই
ইচ্ছে করে পতাকার সাথে জড়াজড়ি করে থাকি
ইচ্ছে করে করে তোমার হাতে তুলে দেই একখান জাতীয় পতাকা
তুমিও আমার মতো মাথায় জড়াও , বুকে জড়াও, আমারই মতো
জাতীয় পতাকার সাথে জড়াজড়ি করে থাকো ;
এই সব ভাবতে ভাবতে চোখের সামনে দিয়া
ফেরিওয়ালা চলে যায় আমি তারে দেখি প্রতিবার
শেষবারের মতো দেখি
পতপত করে লগির আগায় উড়তে থাকা
পতাকাগুলি আমারে ইশারায় ডাকতে থাকে
চিৎকার দিয়া ডাকতে থাকে ...
তখন আমার বান্ধবীর কথা মনে পরে
তখন আমার প্রেমিকার কথা মনে পরে
তখন আমার স্ত্রীর কথা মনে পরে
তখন আমার সন্তানের কথা মনে
তখন আমি শহীদদের কথা ভুলে যাওয়ার চেষ্টা করি
তখন আমি মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের কথা ভুলে
থাকতে চেষ্টা করি...
তখন আমি দেশের কথা ভুলে থাকার চেষ্টা করি
তখন আমি কালা বোবা বধির হওয়ার কথা ভাবি ।
তখন আমার ক্রোধ বাড়তে থাকে
তখন আমি শিকড় বাকর সমেত উপড়ে যাওয়া
বৃক্ষের মতো পরে যাওয়ার অপেক্ষায় থাকি ...
১৩/১২/২০১৭
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ মাহমুদ
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: খুব খুব খুব সু ন্দ র