নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

দেবী

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

তুমি রক্তে স্নান করো ;
তুমি নরকুন্ডে পর মালা ;
আমি বসে বসে ভাবি,
দেখি তোমার তাণ্ডব খেলা ।

তুমি খড়গ হাতে যাও ছুটে ;
অসুরেরে করো বধ ;
আমি হৃদপিণ্ডে হাত রাখি
বসে বসে ভাবি; বিনা রক্ত পাতে
জয় করা যায় কি করে সংঘাত ।

তুমি প্রেমের দেবী সাজ
আমি ভক্ত নই সাজি বর
তুমি ক্রোধে অন্ধ দেবী;
চেনোনি আমায় !
চেনোনি, কে বা আপন
কে বা পর ।

জননী তুমি যদি হও
জানিও আমিও জনক
অগ্নিতেও ঝাঁপাইতে পারি
ললাটে যদি দাও প্রেমও তিলক।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: প্রথম হলাম।

সুন্দর।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: রাজীব ভাই ১ম হইছে :)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

নাদিয়া রহমান চুমকি বলেছেন: পথ ভুলেছে যেথা
পথিকের চরণ,
নিভৃতে হয়েছে সেথা
গন্তব্যের মরণ।
তুমিও যদি যাও ভুলে,
পথের মতো করে।
আমিও একা রইবো,
গন্তব্যের সাথে পড়ে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

পাজী-পোলা বলেছেন: মহাদেব! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.