নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

পাপ মোচন, পাপি শুধু আমি না ..

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০২

পাপ পুণ্য নির্ণয়ের মানদণ্ড
আজকাল খুব টনটনে তোমার ;
শব্দের মারপ্যাঁচে কি সহজে হিসেব কষে
পুণ্যটা নিজের ঘরে রেখে -
আমাকে বানাও পাপের ভাগীদার ;
অযুত নিযুত বিস্তর গাণিতিক দৌড় শিখেছ -
দর্পণে দেখনি কি কখনো তারে ?
যে থাকে অতি সঙ্গোপনে, চুপি চুপি আজো -
ডেকে নিয়ে যায় নিশিথে নিশীথিনী হয়ে ।
যার শরীরের ভাজে ভাজে খেলা করে এমনও মায়ামোহ
বারংবার ডেকে যায়
নানা ছলে ঢলে পরে, গলে পরে
ফিসফিসয়ে বুকের কোণে লোভ জাগায়;
দেখনি কি তুমি তারে -
বর্ষার রাত্রিরে সে ক্যামন করে আমায় বাজায় !
দোষ কি নেই কিছু তার তবে ?
কটু ঘামে জবুথবু হয়ে শারীরিক সুখের নেশায়
যে হন্যে হয়ে চোষে ফেলে একূল ওকূল দুকূল আমার
তারে তুমি ঠাই দেবে কোন মহাকাব্যে তোমার ?
খুব যে ঘোরাচ্ছে পাপ পুণ্যের মানদণ্ড তোমার -
বলি এবার থামো ; শান্ত হও ! বুঝতে চেষ্টা করো -
ভালবাসি বলেই লুকিয়ে রেখেছি সকল মারণাস্ত্র আমার ।
ঢালবে যতো ঘি বাড়বে ততো পাপ -
হ্যালো নিশি শুনতে পাচ্ছো কি ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১২

স্রাঞ্জি সে বলেছেন: আপনার ধৈর্য আছে বটে।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেটা আবার কি দাদা ?

২| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতা লেখা অনেক কষ্টের। মাথায় চাপ পড়ে।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হা হা হা , মনের চাপ কবিতা লেখায় হালকা হয়ে যায় । রাগ ক্রধ কাম প্রেম সবই কিছুরই বহি:প্রকাশ হচ্ছে কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.