নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
"তুমি রবে নীরবে হৃদয়ে মম"
এই গভীর নিশীথে
কারা যেন দল বেধে শুনছে.....
আকাশের আধ পোড়া চাদের দিকে তাকিয়ে,
বারান্দার গ্রিলে গা হেলিয়ে
পাঠালাম তাদের তরে এক রাশ শুভেচ্ছা -
"তোমাদের ভালবাসা, তোমাদের বিরহ রোগ
বিশ্বজনীন হয়ে উঠুক "
হঠাৎ টবের গোলাপগুলো হেসে উঠলো
বাতাস কি তবে শিষ কেটে বলে গেল কিছু !
বিমুঢ নিশীথে নিশি পাওয়ার মতো হেটে যাচ্ছি ক্রমশ
সুদূর অতীতে ..
বহুদূর থেকে ভেসে আসছে -
তুমি রবে নীরবে হৃদয়ে মম ...
২৭ শে আগষ্ট ২০১৮
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল আছি ভাই , ব্লগে কম আসা হয় । বেশির ভাগ সময় লগইন না করেই শুধু পড়ি । আপনি কেমন আছেন ?
২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: গানের কলিটা খুব সুন্দর - "তুমি রবে নীরবে, হৃদয়ে মম"। কবিতার শুরু ও শেষে ঐ একই কথা, যা নিয়ে কবিতা আবর্তিত। তাই কবিতাও সুন্দর আবেদন রেখে গেছে।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এটা আমারও অনেক প্রিয় গান ।
মস্তিষ্কের ভেতর নিজ থেকেই গুনগুন করে চলতে থাকে
একবার শুরু হলে তারে আর থামানো যায় না ....
চলতেই থাকে, চলতেই থাকে আর বলতে থাকে
তুমি রবে নীরবে হৃদয়ে মম ...।
৩| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬
ফেনা বলেছেন: কবিতাটায় বেশ আকর্ষণ আছে।
অনেক ভাল লাগা।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিরহ আছে ......না পাওয়ার শূণ্যতা আছে
না থেকেও যে সে আছে হৃদয় জুড়ে ..
৪| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: প্রেমের কবিতা লিখেই জীবন কাটিয়ে দিতে মন চায়। কোথা থেকে যে রাজ্যের প্রেম মনে এসে বাসা বাঁধে।
২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লিখুন সেখানেই প্রকৃত স্বাধীনতা । বাধা দেওয়ার কেউ নেই ...।
৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩০
শুভ্র বিকেল বলেছেন: দারুণ লিখেছেন ভাই, শুভকামনা।
২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার জন্যও অনেকে অনেক শুভ কামনা
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক দিন পর আপনাকে দেখলাম।