নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

পেছনে তাকাও, পেছনে তাকাও ইতিহাস\'টা উল্টে দেখো

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬


পা ভেঙ্গে দাও
হাত ভেঙ্গে দাও
বুকের পাঁজর থেঁতলে দাও
বুটের আঘাতে রক্ত ঝরাও
দেখাও তোমার মাতব্বরি
যতোই নাচাও যতোই নাচো
জেনো টিকবে না তোমরা বাহাদুরি ।

ওদু গেল, যদুও গেল
কতো রাজা অক্কা পেল
পেছনে তাকাও, পেছনে তাকাও
ইতিহাসটা উল্টে দেখো
প্রয়োজনে সেটা গলায় ঝুলিয়ে নাও
হত্যা নয়, গুম নয় পারতো
ভালবেসে ফুল ফোটাও ।

গুম করো আর স্যাটেলাইটে জুম করো
ভেঙ্গে যাবে, মুচরে যাবে
ভেবেছ এক্কেবারে পালিয়ে যাবে
পার পাবে না ছাড় পাবে না
কোন প্রভু কাজে আসবে না
ইতিহাস তোমায় খুঁজে নেবে
প্রজন্ম তোমায় ঠিকই চিনে নেবে ।

পা ভেঙ্গে দাও
হাত ভেঙ্গে দাও
বুকের পাঁজর থেঁতলে দাও
বুটের আঘাতে রক্ত ঝরাও
যতোই নাচাও যতোই নাচো
জেনো টিকবে না তোমরা বাহাদুরি ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: সব কিছু আল্লাহুই বলতে পারবেন।তিনি ক্ষমাশীল দয়ালু।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: পেছনে তাকিয়েও না, তাহলে পেছনে পড়ে যাবে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রাজীব নূর ভাই দারুণ মন্তব্য রেখে গেছেন, সত্যি পেছনের দিকে অনেক বড় বড় গর্ত সেদিকে তাকালে গর্তে পড়ে যাবে।

কবিতা ভালো লাগলো

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সনেট কবি বলেছেন: কবিতা ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.