নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
শরীয়ত সরকার বয়াতি নিয়ে পোস্ট দেওয়ার পর আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে নাস্তিক ভাবতে শুরু করেছেন । ম্যাসেন্জারে ইনিয়ে বিনিয়ে অনেকে সে কথাই বলতে চেষ্টা করেছেন । আমার কথা হচ্ছে, আমি নাস্তিক না আস্তিক সেটা একান্তই আমার এবং আমার সৃষ্টিকর্তার ব্যাপার । যেহেতু আমার কবরে আপনি বা আপনার কবরে আমি যাবো না সেহেতু অন্যদের এখানে হস্তক্ষেপ করার অধিকার নেই ।
আমি সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত । যে টা অন্যায় মনে হয় তার প্রতিবাদ করি , আর সেটা করি অনেকটা নিজেকে স্বচ্ছ রাখার জন্যই । পারিবারিক সূত্রে ধনী না হলেও সততা স্টোরের নামের একটি স্টোরের মালিক হয়েছি বলেই অন্যায়, অন্যায্য কিছু দেখলে সেটার প্রতিবাদ করি । এখানে ধার্মিক, অধার্মিক হওয়ার কিছু নেই ।
জ্ঞানের যুদ্ধটা জ্ঞান দিয়েই করা উত্তম বলে মনে করি । রসুল স: সেটাই সারা জীবনে করে গেছেন । তিনি নিজে আক্রান্ত না হয়ে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নাই।
দেশের সকল আলেম-ওলামাগন যদি এক হয়ে শরীয়ত সরকার বয়াতির চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে মিথ্যে প্রমাণিত করে দিতেন তা হলেই আর এই ধরনের প্রশ্ন উঠত না । শরীয়ত সরকারও তার গান বাজনা ছেড়ে দিয়ে আলেম ওলামাগনের অনুসারী হয়ে যেতেন । উল্টো তার কাছে থেকে পাওয়া চ্যালেঞ্জের ৫০ লাখ টাকায় আলেমগন ওয়াজ মহফিলের আয়োজন করে মোরগ পোলাও খেতে পারতেন । তাদেরকে ও আর ফাওখোর অপবাদ শুনতে হতো না । আমার মতো অজ্ঞানীরাও এসব নিয়ে কথা বলার সুযোগ পেতো না । কিন্তু হায় ! তাদের এতো সময় কোথায় ? তারা ব্যস্ত নিজেস্ব কামড়া কামড়িতে ।
ভাইরে, মাইরা লামু, কাইটা লামু এই সবের দিন শেষ হয়ে গেছে মক্কা বিজয়ের পরেই । কিন্তু হায় ! কিছু মুসলিম নামধারী প্রাণী সেটা কিছুতেই বুঝতে পারে না বা বুঝতে চায় না । একটা প্রাণ যদি আপনি সৃষ্টি না করতে পারেন তবে সেটা হনন করার কোন অধিকার আপনার বা আমার নেই । এ জন্যই সেটা কবিরা গুনাহ । হত্যা, কাটাকাটি, মারামারি হচ্ছে মূর্খদের কাজ, জ্ঞানীদের নয় । তাই ধর্মের নামে যারা হুমকি ধমকি দেন তাদের মুসলিম ভাবার কোন কারণ নেই । কারণ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন দল নেই ।
গান বাজনা হারাম বা নিষিদ্ধ কি না, সে বিষয়ে বেশ কয়েকটি হাদিস রয়েছে । সম্ভবত দু'টো । ঘুরে ফিরে আলোচনায় সেগুলোই আসে । তবে কুরআনের কোথাও পরিষ্কার ভাবে গান বাজনা নিষিদ্ধ কিনা সে সংক্রান্ত কোন আয়াত নেই । আর সেটা প্রকৃত আমেল ওলামগন ই বলতে পারবে । আমি না ।
তবে একটা জিনিষ কি একটু খেয়াল করে দেখবেন ? একটু কান পাতুন তো বাতাসে , দৃষ্টি দিন গাছের পাতার দিকে, নদীর জলের দিকে, মেঘের দিকে, পর্বতের প্রকৃতির দিকে,পাখির কলকাকলির দিকে, তাদের কিচির মিচির সুরের দিকে, কি ? কি শুনতে পারছেন ? কি বুঝতে পারছেন ? সব কিছুই একটা ছন্দে চলছে । একটা রিদমে চলছে । অর্থাৎ সর্বত্র সুর ছন্দ বিরাজমান । যে স্রষ্টা সব কিছু এমন সুরে, ছন্দে তৈরি করেছেন তিনি কেন সুরকে পছন্দ করবেন না ? এমনকি পবিত্র কুরআন ও তো ছন্দে , সুরে তৈরি ? কি পারবেন কোনআনের আয়াতগুলো থেকে সুর ছন্দ বাদ দিতে ? পারলে আমার চ্যালেঞ্জ গ্রহন করুণ । সারা জীবন তা হলে আপনাদের গোলামী করবো । না পারলে বলবো , ভালা হয়ে যান , হারাম খাওয়া বাদ দিতে সত ভাবে জীবন যাপন করুন । সমাজে শান্তি বজায় রাখুন ।
কুরআনে আল্লাহ বলেছেন,প্রকৃতির সব কিছুর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নির্দেশন । মুর্খেদের জন্য নয় । যে স্রষ্টা সব কিছু ছন্দে,রিদমে তৈরি করেছেন তিনি কেন গান বাজনা নিষিদ্ধ করবেন ? তিনি নিষিদ্ধ করেছেন সকল প্রকার অশ্লীলতাকে যা শালীন এবং মানবের জন্,য পরিবেশের জন্য ক্ষতিকর নয় তা তিনি নিষিদ্ধ করেন নাই । এটাই সরল ইকুয়েশন । ভাবুন, ইসলাম কুরআন মানুষকে ভাবতে বলেছে । মূর্খের মতো তর্কে লিপ্ত হয়ে, কাটাকাটি করতে বলে নাই । এজন্যই কুরআনে বলা হয়েছে,
"শান্তি প্রতিষ্ঠা হওয়ার পর তোমরা সেখানে অশান্তি সৃষ্টি করো না ।"
২| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯
ইলি বলেছেন: সহমত আপনার সাথে
৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ঘুষেরঅ টাকা খাইয়া
মসজিদেতে যাইয়া
সামনের কাতারে বইসা -
ভাবে আমি মোমিন মুসলমান!
আসেন আসেন আয়না মাঝে
নিজেদের দেখে যান!!
ঘুষ খোরের টাকা লইয়া
ইমাম সাব খুশি হইয়া
মারহাবা বলে দেয় মাইক ফাটাইয়া..
কি দেখি যায় জান!
যেমন মুসল্লি তেমনি ইমাম
আমি নাদান কিতা করবাম
দেখি শুনি নিরব থাকি আপন ভুবন লইয়া।।
ইয়া নাফিস প্রাণ!
সহজ সরল মনের বাউল
খোদার প্রেমে ইশকে মশগুল
আপন মনে গান গেয়ে যায় উদাস হইয়া
দয়াল মেহেরবান।
মুসল্লির ইমান টাটায়
ইমাম বেটায় দেয় তাতায়
গানরে হারাম ফতোয়া দেয় আজান দিয়া!
মুনাফিকগণ!
শুনে বাউল বলে গানে গানে
বলে গান হারাম বলে নাই কোরানে
পঞ্চাশ লাখের চ্যালেঞ্জ দেয় ঘোষনা দিয়া
কি কইলা বাজান!
না পারিয়া জ্ঞানে গুনে
মোল্লা দৌড়ায় থানা পানে
মামলা করিয়া হাসে বাউলরে ধরাইয়া!
এইবার গাও গান!
সুর যদি হারাম হবে
কোরান কেন সুরে সুরে
চার আলিফ টান শুরুতেই গাও সুর করিয়া
আ আ আ আ
আ--লি--ফ লা--ম মী--ম
আহা কি সুরেলা সুর শুনিতে লাগে মধুর
কি করিয়া হয়তা হারাম যান বলিয়া ..
ওহে পোষাকি মুসলমান
আসলের ঘর খালি রাইখ্যা
লাল সালুর মজিদ ভাইরা
দৌড়ায় খালি দেখি হালাল হারাম লইয়া...
জাতি হয় পেরেশান!
আসো ফিরে জ্ঞানের ঘরে
বসে পড় ধ্যানের পরে
খুঁজে পেলে আপনারে যাবে নিরব হইয়া।।
মাওলা তুমি রহমান।।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮
ঢাবিয়ান বলেছেন: @ বিদ্রোহী ভৃগু ,
এই ব্লগে আমার অন্যতম প্রিয় ব্লগার ও প্রিয় কবিকে জানাই সশ্রদ্ধ সালাম অসম্ভব সুন্দর এই কবিতার জন্য।
৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জ্বি! আমাদের অনুভূতি ঠুনকো। আপনার টা কঠিন।
খালি গান বাজনা বিষয়ক চ্যালেঞ্জের জন্য শরীয়ত বয়াতীকে গ্রেফতার করা হয়নি
৬| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১২
নেওয়াজ আলি বলেছেন: চরম বাস্তব লিখনী।
৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ভৃগু দার মন্তব্যের পর আর কোন মন্তব্য মাথায় আসছে না।
মানুষ শুধু শুধু হাউকাউ করে। ধর্মকে বিপজ্জনক করে তুলছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: ইয়েস। সহমত আপনার সাথে। ।
ধর্মওয়ালাদের ধর্মীয় অনুভূতি আসলেই অনেক ঠুনকো। সামান্য ঝড় বাতাসেই কেপে উঠে। পিলার মজবুত করেন।