নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

এটি একটি সুইসাইড নোট হতে পারতো

০১ লা জুন, ২০২০ দুপুর ১২:২৫


প্রতিদিন এতো মৃত্যু,এতো লাশ
প্রিয়জন হারানো এতো এতো মানুষের আহাজারি
দেখে দেখে আমি ক্রমশ নিজের উপর
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি;
মনে হচ্ছে,অদ্ভুত এক দু:স্বপ্নের ভেতর দিয়ে
পার করছি সময় ;
ঘুম ভাঙলেই দেখতে পাবো,
সব ঠিক আগের মতো হয়ে গেছে ...
সেই পরিচিত পথ-ঘাট,
সেই পরিচিত জ্যাম
মানুষের ঠেলাঠেলি হই হুল্লর,
হকারের চিৎকার
রিকশার টুংটাং শব্দ
ভাড়া নিয়ে হাতাহাতি
বাসের কান ফাটানো ভেপু
হঠাত,হঠাত জ্যাম থেকে ভেসে আসা
মায়ের কোলে ঘামক্ত শিশুর কান্নার শব্দ
পাড়া,মহল্লায় অল্প বয়সি ছেলেদের
রংবাজের মতো সিগারেটে টান
সব,সব ঠিক আগের মতো ....

কিন্তু, হায় !
আমার এই দু:স্বপ্নের প্রহর আর শেষ হতে চায় না
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ে মৃত মানুষের সারি ।
সন্তান হারা মায়ের কান্নায়
স্বামী হারা স্ত্রী কান্নায়
পিতা হারা সন্তানের কান্নায়
পুত্র হারা পিতার কান্নায়
স্বজন হারা স্বজনের কান্নায়
ভারি হয়ে উঠে আকাশ বাতাস...
চিকিৎসা নেই
সহমর্মিতা নেই
খাদ্য নেই ......
মানুষগুলো যেন রাতারাতি
পশুতে পরিণত হয়ে গেছে ....

অথচ যাদের হাতে ক্ষমতা রয়েছে
যারা পারে মানুষের এসব কষ্টের কিছুটা হলেও
লাঘব করতে;
যারা বুক ফুলিয়ে দ্বায়িত্ব কাধে নেওয়ার কথা বলে বেড়ায়
তারা মত্ত হয়ে আছে ভোগ বিলাসে,
ফকির মিসকিনের মতো দু'দশ টাকা বিলিয়ে
অনেক করেছি,
সাধ্য মতো করছি ...
আর কত ...
এই বলে সাপের মতো গর্তে ঘাপটি মেরে আছে
এই সব বিষাক্ত মানুষ রুপি রক্ত চোষাদের
ক্ষমতার দাপটের প্রাচীর ভেঙ্গে
সাধারণ মানুষের দুঃখ,কষ্ট,দীর্ঘশ্বাস কিছুতেই
তাদের বিলাসবহুল জীবনে নাড়া দিতে
পারে না ;

এসব দেখে দেখে আমি ভাল নেই
সত্যি ই আমি আর নিতে পারছি না
ঠিক মতো ঘুমাতে পারছি না,
খেতে পারছি না
কারো সাথে কথা বলতে পারছি না
মিশতে পারছি না
সর্বক্ষণ এক অস্থিরতা জালের
মতো প্যাচিয়ে রাখেছে আমায়,

যতবার এসব থেকে বের হয়ে আসতে চাইছি
যতবার ভাবছি এসব নিয়ে আর ভাববো না
ততোই যেনো প্যাচিয়ে যাচ্ছি
ততোই যেনো নিজের অসহায়ত্ব জানান দিয়ে যাচ্ছে
সত্যি ই আমি আর পারছি না
একেবারেই পারছি না...
এর চেয়ে মাথার উপর ঘুরতে থাকে ফ্যানটাতে হুট করে ঝুলে পরা
বোধ হয় এই জীবনের মায়ায় ঝুলে থাকার
চেয়ে ঢের ভালো ।

০১.০৬.২০২০

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:১৭

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ  লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.