নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

মানুষ হত্যায় যদি তুমি প্রতিবাদ না করো, তবে তুমি মানুষ নও

০৩ রা জুন, ২০২০ সকাল ১০:৩৫


ফুসে উঠেছে সভ্যবর আমেরিকার মানুষ ;
প্রতিবাদে,প্রতিবাদে,ঘেন্নায়,ঘেন্নায় মুক্তির নেশায়
প্রকম্পিত হচ্ছে রাজ্যগুলো.
হঠাৎ করেই যেনো পৃথিবীতে ফিরে এসেছে
প্রতিবাদের ভাষা,
মানুষ ভুলে যায়নি কিছুই,
মানুষ আসলে কিছুই ভুলে যায় না,
সব প্রেম, সব ঘেন্না,সব স্মৃতি সে বুকের ভেতর
লালন করে স্বযত্নে,
জর্জ ফ্লয়েডের মৃত্যু নতুন কোন ঘটনা না -
এমন মৃত্যু আমরা পৃথিবীর সর্বত্র দেখি
আইন শৃঙ্খলার নামে,
সুশাসন প্রতিষ্ঠার নামে,
ক্ষমতা টিকিয়ে রাখার নামে,
ধর্মের নামে,বর্ণবাদের নামে
অহরহ মানুষ হত্যা করা হয় ,
ভাগ্যের নির্মম পরিহাস কিংবা বিধাতার অভিশাপে
কখনো পুড়িয়ে, কখনো বা কুপিয়ে
মানুষকেই শূলে চড়ানো হয় ;
এটাই যেনো কিছু মানুষের নিয়তি ;
এসব মেনে না নিয়ে -
কাকে দোষ দেই বলো
মানুষ ই তো নিজের পরিচিয় ভুলে,
মনুষ্যত্বের প্রাচীর ডিঙিয়ে
স্বজাতির উপর ঝাঁপিয়ে পরছে পশুর মতো
মেতে উঠছে রক্তের নেশায়,
পশু তো তবু ক্ষুধার যন্ত্রনায় কিংবা জীবন
বাচাবার তাড়নায় হত্যা করে
কিন্তু মানুষ!
তবুও বলি - জর্জ ফ্লয়েডের মৃত্যুতে জেগে উঠুক মানুষ
প্রতিবাদে প্রতিবাদে মুখরিত হোক
সমগ্র দুনিয়া -
ফিরে আসুক পৃথিবীতে মানুষের ভুলে যাওয়া
প্রতিবাদের ভাষা,
মুক্তি পাক মানবতা,
মানুষ আবারো বাচতে শিখুক,
মাথা উঁচু করে বুক ভরে শ্বাস নিয়ে পারুক,
মানুষ হত্যায় যদি তুমি প্রতিবাদ না করো,
তবে জেনে নাও,
তুমি আর যা কিছুই হও না কেন,
মানুষ নও,
কিছুতেই নও...
জর্জ ফ্লয়েডের মৃত্যু

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫১

নেওয়াজ আলি বলেছেন: সমবেদনা নির্যাতিত জনগণের প্রতি

২| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: দারুন কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.