নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
জানালা দিয়ে সোনালী ডানার চিল
উড়ে যেতে দেখি ভাবি ..........
আমি ও যদি ওদের মতো উড়তে উড়তে
পৌঁছে যেতাম তোমার উঠনে
লাল পদ্ম, নীল পদ্ম ছুঁয়ে ছুঁয়ে
ঘাসের বিছানায় শুয়ে বসে কাটিয়ে দিতাম
পুরো একটি দুপুর .....কিংবা তোমার প্রিয় পোষা হাসেদের
পিছু পিছু দিঘীর ঘোলা জলে নেমে
ডুব সাতারে কাটিয়ে দিতাম গোটা একটা জীবন
জানালা দিয়ে মেঘের পুঞ্জ ভেসে যেতে দেখে ভাবি
আমি ও যদি ওদের মতো ভাসতে ভাসতে পৌঁছে
যেতাম তোমার কাছে …
তোমার বাড়ির ছাদে সোনা রোদের ওম শরীরে মেখে
দমকা হাওয়ায় সাথে সন্ধি করে
উড়িয়ে নিতাম তোমার সব অসুখ ;
আমার ভাবনাগুলোই এমন
শুধুই উড়ে চলে
শুধুই ভেসে চলে …………..
আবহমান জীবনের স্রোতে
মাটি ছোঁয়ার ফুসরত পায় না
কিছুতেই আর..
সাখাওয়াত বাবন
মহাখালী
১২.০১.২০২১
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আধুনিক কাব্যের গতি প্রকৃতি বুঝে পড়তে হয় । এখানে ভাবের সাথে কবির আবেগের আর কাব্যের উঠা নাম থাকে, সেটা সবাই ধরতে পারে না । তাই কাব্য সবার জন্য নয় ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: আর একটূ গুছিয়ে লিখতে চেষ্টা করুন।